যশোর জেলা গোয়েন্দা শাখা’র এস আই লুৎফরকে ক্লোজড

0
475

ভোমরা সিএন্ড এজেন্ট ব্যবসায়ি দীপঙ্করকে অন্যায় ভাবে আটক করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে

বিশেষ প্রতিনিধি: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি ) পুলিশের এস আই লুৎফরকে ক্লোজড করা হয়েছে। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কাস্টমস বিষয়ক যুগ্ম-সম্পাদক দীপঙ্কর ঘোষকে অন্যায় ভাবে চোখ বেধে যশোর ডিবি কার্যালয়ে নিয়ে সোনা চোরাকারবারি, মদ, গাজা,ইয়াবাসহ বিভিন্ন মামলায় জড়িয়ে দেবার ভয়ভীতি দেখিয়ে ২০ লাখ টাকা দাবি ও পরে দর কষাকষির এক পর্যায় ৮ লাখ টাকা হাতিয়ে মুক্তি দেওয়ার অভিযোগে খুলনা রেঞ্জ অফিসে ক্লোজড করা হয়।
গত ১৭ মে মাইক্রোবাস যোগে পাবনা থেকে ফেরার সময় সাতক্ষীরা যাবার পথে যশোর শহরতলীর পালবাড়ি মোড়ে পৌছুলে  সন্ধ্যায় ডিবি পুলিশের এস আই লুৎফরসহ একদল পুলিশ দীপঙ্করকে  নোহা মাইক্রোবাস থেকে অন্যান্য সহযোগীদের মাঝ থেকে নামিয়ে চোখ বেঁধে জেলা ডিবি কার্যালয়ে  নিয়ে যায়। যশোরে কর্মরত থাকার আগে এস আই লুৎফর সাতক্ষীরা জেলায় কর্মরত ছিলেন। সে সুবাদে দীপঙ্করকে তিনি চিনতেন। এ ঘটনায় ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস এসোসিয়েশনসহ ৬টি সংগঠন গত ২০ মে মিটিং করে মহা পুলিশ পরিদর্শক বরাবর ডিবি ওসি ইমাউল হক ও এস আই লুৎফরের অপকর্মকান্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ৩০ মে সন্ধ্যায় খুলনা রেঞ্জ অফিসে ডিবির ওসি ইমাউল হক ও এস আই লুৎফরকে ডেকে পাঠানো হয়। ডিবি পুলিশের একটি সূত্র জানায়, খুলনা রেঞ্জ অফিসে ডেকে দ’ুজনের বক্তব্য নেওয়া হয়। এরপর এস আই লুৎফরকে ক্লোজড করা হয়। ওসি ইমাউল হকের ব্যাপারে তদন্ত চলছে। এব্যাপারে সাংবাদিকরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি ) ওসি ইমাউল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রশাসনিক কারনে এস আই লুৎফরকে খুলনা রেঞ্জ অফিসে বদলি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here