যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

0
664

বিশেষ প্রতিনিধি : যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের এক সভা ৫ আগস্ট বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফকির শওকতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু। সভায় আগামী ৩০ আগস্ট দৈনিক রানার পত্রিকার প্রয়াত সম্পাদক আর.এম সাইফুল আলম মুকুলের ১৮তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়। দিনব্যাপি একর্মসূচির মধ্যে রয়েছে- কালো ব্যাজ ধারণ, ওইদিন সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন, বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে স্মরণ সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ। এসব কর্মসূচি সফল করতে বিএফইউজে’র সহকারি মহাসচিব মহিদুল ইসলাম মন্টুকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। সভায় নেতৃবৃন্দ ৫৭ ধারার অপপ্রয়োগে উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে এধারাটি বাতিলের দাবিসহ বেনাপোলে সাংবাদিক আজিজুর রহমানের উপর বিজিবির নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এছাড়া সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেডিইউজে’র সিনিয়র সদস্য ও সাপ্তাহিক বাংলালোক সম্পাদক এ.কে.এম গোলাম সরওয়ার, সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সিনিয়র সদস্য তহীদ মনি, ওয়ান নিউজ বিডি’র ইউনিট চিফ আল মামুন শাওন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, কাজী হাবিবুর রহমান, ওবায়েদুল ইসলাম অভি, মিজানুর রহমান অপু, হুরেজাহান উর্মি প্রমুখ। সভা শেষে নেতৃবৃন্দ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে অংশগ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here