যশোর ঝাঁপা বাওড়ের উপর দিয়ে ভাসমান সেতু নির্মাণ এখন ব্যবসায় পরিণত হয়েছে

0
649

এম আর রকি : যশোর মনিরামপুর উপজেলার ৯ নং ঝাঁপা ইউনিয়নের প্রায় ২ হাজার ২শ’ একর বিশাল জলাশয়ের উপর আরো একটি ভাসমান সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে একটি গোষ্ঠী। ঝাঁপা ইউনিয়ন ১০টি গ্রাম নিয়ে গঠিত। যশোর শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোনায় মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার অবস্থিত। উক্ত বাজারের পশ্চিম দিকে তাকালে অত্র অঞ্চলের বিশাল জলাশয় চোখে পড়ে। উক্ত জলাশয়ের উপর বছর কয়েকপূর্বে ঝাঁপা ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকের সুবিধার কথা চিন্তা করে গ্রামের কর্মঠ যুবকেরা মাথা পিছু এক লাখ করে ৭০ লাখ টাকা নিয়ে নেমে পড়েন ভাসমান সেতু নির্মাণে। প্লাস্টিকের কয়েক শত ড্রাম লোহার পাত ও এঙ্গেল ওয়েলডিংয়ের মাধ্যমে মাস কয়েক যাবত অক্লান্ত পরিশ্রম করে তাদের স্বপ্নে ভাসমান সেতু নির্মাণ সম্পন্ন হয়। সেতু নির্মাণে বাওড়ের মৎস্যজীবিরা প্রথম পর্যায় বাঁধা দিলেও তারা সফল হয়নি। ভাসমান সেতু নির্মাণ হওয়ার পর যশোর জেলার ৮ টি উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা শহর থেকে লাখ লাখ নারী পুরুষ ছুটে আসে নান্দনিক ভাস সেতুর উপর নিজেকে উঠতে। ভাসমান সেতু’র ব্যয় তুলতে প্রথম পর্যায় মাথাপিছু ১০ টাকা হারে টাকা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। মাস কয়েকের মধ্যে ভাসমান সেতুতে ব্যয়কৃত অর্থ উঠে যায় বলে স্থানীয় সূত্রগুলো জানায়। ভাসমান সেতু দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। দূর দূরান্ত থেকে পরিবহন,বাস,ট্রাক,বিভিন্ন যানবাহনের মাধ্যমে ঝাঁপা বাওড়ের উপর নির্মাণকৃত ভাস সেতু দেখতে আসে বিভিন্ন বয়সের নারী পুরুষ। স্থানীয় সূত্রগুলো বলেছে,বর্তমানে ভাসমান সেতুন দু’ধারে গড়ে উঠেছে বিভিন্ন ফাষ্ট ফুডের দোকানসহ বিভিন্ন খাবারের হোটেল। ভাসমান সেতুর পশ্চিম অংশ ঝাঁপা গ্রামের মাটি। ওই গ্রামের বাওড় অঞ্চলের জমির মালিকেরা সেতুর পাশেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে। তবে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে ভাসমান সেতুর দু’ধারে যুবকেরা টাকা তুলছে। এদিকে,ঝাঁপা বাওড়ের উপর নির্মিত ভাসমান সেতু এখন ব্যবসা রুপ নেওয়ায় সেতু থেকে মাত্র পৌনে এক কিলোমিটার দু’ধার থেকে ঝাঁপা গ্রাম থেকে মোবারকপুর গ্রামে উঠবে আরেকটি ভাসমান সেতু। চন্ডি গুরু ঘাটে নৌকায় পার করা এক মাঝি জানায় নতুন ভাসমান সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮৪ লাখ টাকা। ইতি মধ্যে ১শ’ ৪০জন ব্যক্তিকে ভাসমান সেতু নির্মাণে টার্গেট নেওয়া হয়েছে। মাথাপিছু ৬০ হাজাা টাকা করে ১শ’ ৪০ জনের কাছ থেকে টাকা সংগ্রহর কাজ চলছে। মোবারকপুর গ্রামের বাওড়ের পাড়ে কাঠের খুটি ও পাত বসানো হয়েছে। মোবারকপুর গ্রামের বিপরীত পাশে বাঁপা গ্রামের বাওড়ের কাছে ব্রীজের ঢালায় দিয়ে ঘাটের শেষ অংশ তৈরী করা হয়েছে। মোবারকপুর গ্রামের শ্বাশ্মান ঘাটের অদূরে ভাসমান সেতুর অপর অংশ রাখা হয়েছে। ভাসমান সেতু ব্যবসায় রুপ নিয়ে ঝাঁপা বাসিন্দাদের কাছে। অপর একটি সূত্র বলেছে,ভাসমান সেতু নির্মাণ নিয়ে ঝাঁপা গ্রামে রাজনৈতিক গ্রুপে পরিনত হয়েছে। ভাসমান সেতু নির্মাণ এখন অত্র অঞ্চলে ব্যবসায় রুপ নেওয়া আরেকটি ভাসমান সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে ঝাঁপা গ্রামের কয়েকশ’ যুবকেরা।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here