যশোর ঝুমঝুমপুর নদীর পাড়ে মাদক দ্রব্যঅবাধে বিক্রি হচ্ছে

0
1148

বিশেষ প্রতিনিধি : যশোর শহরতলী ঝুমঝুমপুর বিজিবির স্কুলের পিছনে নদীর পাড়ে সন্ধ্যা না হতেই মাদকসেবীদের ভিড় বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। বাবলু মাষ্টার বাড়ির নদীরপাড়ে বিকাল হওয়ার সাথে সাথে গভীর রাত পর্যন্ত এ মাদক বিকিকিনি করে। সেবনকারী ও বিক্রেতাদের সব সময় ভিড় থাকে। নদীর বাতাস গায়ে লাগানোর নাম করে উঠতি বয়সের যুবকরা নদীর পাড়ে গিয়ে ইয়াবা সেবন করছে।
ঝুমঝুমপুর এলাকার হান্নানের ছেলে জাবের, পান্নার ছেলে ফারুক, ঝিলনের ছেলে আকাশ এবং একই এলাকার শাহিন, রানা, সুমনসহ অনেকেই মাদক বিক্রি করছে বলে স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। পুলিশ মাঝে মধ্যে তাদেরকে আটক করলেও কারাগার থেকে বের হয়ে তারা পুনরায় আবার মাদক ব্যবসা করছে। এলাকাবাসী বলছেন, গত বছর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসী এবং তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারপর থেকে অদ্যাবধি পুলিশ নদীর পাড় এলাকায় যায়নি। সব সময় নদী পাড় এলাকায় অন্ধকার থাকে বলে এক প্রকার নিবিঘেœ মাদক ব্যবসা করছে। স্থানীয়রা বলছেন, ঝুমঝুমপুর এলাকার উঠতি বয়সের যুবকরা নদীর পাড়ে গিয়ে মাদকে আসক্ত হচ্ছে। সহজে পাওয়া যাচ্ছে বলে যুবকরা ঝুকে পড়েছে মাদক সেবনের প্রতি। শহরের বিভিন্ন বয়সের মাদক সেবনকারীকে ওই এলাকায় মাঝে মধ্যে দেখা যায় এমন কথা অনেকেই দাবি করেছে। এলাকার সচেতনমহল পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here