যশোর নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর আফরোজাকে শায়েস্তা করার জন্য পরোক্ষ হুমকীর অভিযোগ

0
448

বিশেষ প্রতিনিধি : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অবস্থিত নার্সিং ইন্সটিটিউটের নার্সিং ইন্সেটেক্টর মোছাঃ আফরোজা খাতুন আক্রমনের শিকার হওয়ার আশংকা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন,গত ৮ আগষ্ট কুদরত ই- গনি খান ওরফে রথি নামে এক ব্যক্তি পরোক্ষভাবে আফরোজা খাতুনকে শায়েস্তা করার কথা প্রকাশ করেছেন। আফরোজা জানান,রথি নামের উক্ত ব্যক্তি শহরের বঙ্গ বাজারের তার আত্মীয়ের দোকান রনি সার্জিক্যালের জামাতা তরুর কাছে আফরোজাকে শায়েস্তা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি আশংকার মধ্য পড়েন। পরে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদের কাছে হামলার আশংকার কথা জানিয়েছেন। আফরোজা খাতুন তার উপর হামলা হতে পারে বলে পরোক্ষভাবে কুদরত-ই- গনি খান ওরফে রথিকে দায়ী করেছেন। রথি রণি সার্জিক্যালের জামাতা তারুর কাছে জানিয়েছেন,তার স্ত্রী নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ। উক্ত ইনচার্জ দখল করার জন্য আফরোজা খাতুন চেষ্টা চালাচ্ছে বলে ক্ষোভের সাথে শায়েস্তার কথা প্রকাশ করেন। আফরোজা খাতুন আরো জানিয়েছেন,তার উপর হামলার পরিকল্পনা নেওয়ার জন্য রথি’র বাড়িতে একটি বৈঠক বসেছে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন। উল্লেখ্য,যশোর নাসির্ং ইন্সটিটিউটে ইন্সেটেক্টর সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে নাসির্ং ইন্সটিটিউটের ছাত্রী সেবিকা মাস কয়েক পূর্বে দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখে। আফরোজা খাতুনসহ চার ইন্সট্রাক্টর ইনচার্জের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে। যে ব্যাপারে ঢাকা থেকে নার্সিংয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে ফিরে গিয়ে সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়। উক্ত প্রতিবেদন পক্ষে আনার জন্য সেলিনা ইয়াসমিন মোটা অংকের উৎকোচ নিয়ে ঢাকায় অবস্থান করে। এক পর্যায় সেলিনা ইয়াসমিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে তদন্ত প্রতিবেদন তার পক্ষে আনার জন্য এখন ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সব ঘটনার ব্যাপারে সেলিনা ইয়াসমিনের স্বামী কুদরত ই গনি খান ওরফে রথি আফরোজা খাতুনকে শায়েস্তার করার জন্য পরিকল্পনা আটছেন বলে তিনি তরুর কাছে জানিয়েছেন। আফরোজা খাতুন তার নিরাপত্তা চেয়েছে পুলিশ ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here