যশোর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের অধিনে মাগুরার ১৯টি ইটভাটার বিরুদ্ধে অভিযান ॥ জরিমানাসহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে

0
444

এম আর রকি : পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের অধীনে মাগুরা জেলার সদর উপজেলা এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি ড্রাম চিমনীযুক্ত সনাতন পদ্ধতির ও ১০টি ১২০ ফুট চিমনীযুক্ত সনাতন পদ্ধতির ইটভাটা ও পরিবেশগত ছাড়পত্র বিহীন সম্পূর্ণ অবৈধ ৩টি জিগজ্যাগ পদ্ধতিরে ইটভাটাসহ ১৯টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দিনব্যাপী অভিযানে চরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনীযুক্ত সনাতন পদ্ধতির ইটভাটাসমূহের কিলন ও কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। সাথে সাথে ১২০ ফুট চিমনীযুক্ত সনাতন পদ্ধতির ইটভাটা সমূহের কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া,১৯টি ইটভাটাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ লাখ ৯০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার জানান, বুধবার ১২ ফেব্রুয়ারী পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাইফুর রহমান খানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও মাগুরা জেলার পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। এ সময় মেসার্স এইচ এন ডি ব্রিকস মালিকঃ জনাব মীর তরি কুল ইসলাম গ্রামঃ পুথারিয়া, পোষ্টঃ আলোকদিয়া, থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ড্রাম চিমনীযুক্ত সনাতন পদ্ধতির কিলন ও কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স মধুমতি ব্রিকস মালিকঃ জনাব সাইদ মোল্লা গ্রামঃ বাগবাড়ীয়া, পোষ্টঃ আলোকদিয়া, থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ফিক্সড ইটভাটা কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স টু স্টার ব্রিকস মালিক তুরান মোল্লা গ্রামঃ বাগবাড়ীয়া, পোষ্টঃ আলোকদিয়া, থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ফিক্সড ইটভাটা কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স নম্বার ওয়ান ব্রিকস মালিকঃ আনিস উদ্দিন গং গ্রামঃ বাগবাড়ীয়া, পোষ্টঃ আলোকদিয়া, থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ড্রাম চিমনীযুক্ত সনাতন পদ্ধতির কিলন ও কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। মেসার্স এম আর বি ব্রিকস মালিকঃ জনাব রাজীব হোসাইন গ্রামঃ বাগবাড়ীয়া, পোষ্টঃ আলোকদিয়া, থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ফিক্সড ইটভাটা কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স বি এম বি ব্রিকস মালিকঃ জনাব পলাশ মোল্লা গ্রামঃ বাগবাড়ীয়া, পোষ্টঃ আলোকদিয়া, থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ফিক্সড ইটভাটা কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স এম বি বি ব্রিকস মালিকঃ জনাব মোঃ শিপন মোল্লা গ্রামঃ বাগবাড়ীয়া, পোষ্টঃ আলোকদিয়া, থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ফিক্সড ইটভাটা কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১লাখ- টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স এম এম আর ব্রিকস মলিকঃ জনাব লিপটন মোল্লা গ্রামঃ বাগবাড়ীয়া, পোষ্টঃ আলোকদিয়া, থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ফিক্সড ইটভাটা কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স স্টার ব্রিকস মালিকঃ অনিক হোসাইন গ্রামঃ বাগবাড়ীয়া, পোষ্টঃ আলোকদিয়া, থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ফিক্সড ইটভাটা কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স এম এম এম ব্রিকস মালিকঃ জনাব সোহেল রানা ও জাহাঙ্গীর আলম গ্রামঃ খর্দ্দ কুছন্দী, পোষ্টঃ বগিয়া থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ড্রাম চিমনীযুক্ত সনাতন পদ্ধতির কিলন ও কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স এম এম এম ব্রিকস মালিকঃ জনাব সোহেল রানা গ্রামঃ খর্দ্দ কুছন্দী, পোষ্টঃ বগিয়া থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ড্রাম চিমনীযুক্ত সনাতন পদ্ধতির কিলন ও কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ও জাহাঙ্গীর আলম ১ লাখ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স এম এস বি ব্রিকস মালিকঃ মোঃ লাড্ডুমোল্লা গ্রামঃ খর্দ্দ কুছন্দী, পোষ্টঃ বগিয়া থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ড্রাম চিমনীযুক্ত সনাতন পদ্ধতির কিলন ও কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স খান ব্রিকস মালিকঃ জনাব মনিরুল ইসলাম গ্রামঃ খর্দ্দ কুছন্দী, পোষ্টঃ বগিয়া থানাঃ সদর, জেলাঃ মাগুরা। জিগজ্যাগ মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স সুপার ব্রিকস মালিকঃ জনাব আনোয়ার মোল্লা গ্রামঃ দুর্গাপুর, পোষ্টঃ বগিয়া থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ফিক্সড ইটভাটা কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স শুভেচ্ছা ব্রিকস মালিকঃ জনাব আইযুব বিশ্বাস গ্রামঃ পাতুড়িয়া, পোষ্টঃ বগিয়া থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ফিক্সড ইটভাটা কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স এম এস কে ব্রিকস মালিকঃ জনাব সজ্জাদ গ্রামঃ পাতুড়িয়া, পোষ্টঃ বগিয়া থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ড্রাম চিমনীযুক্ত সনাতন পদ্ধতির কিলন ও কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স এম এম এন ব্রিকস মালিকঃ টিপু মোল্লা গ্রামঃ পাতুড়িয়া, পোষ্টঃ বগিয়া থানাঃ সদর, জেলাঃ মাগুরা। জিগজ্যাগ মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে। মেসার্স এম এম কে বি ব্রিকস মালিকঃ জনাব খোকন বিশ্বাস গ্রামঃ পাতুড়িয়া, পোষ্টঃ বগিয়া থানাঃ সদর, জেলাঃ মাগুরা। জিগজ্যাগ মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়েছে ও মেসার্স ফাইভ স্টার ব্রিকস মালিকঃ জনাব বিল্লাল হোসেন মোল্লা গ্রামঃ বাগবাড়ীয়া, পোষ্টঃ আলোকদিয়া, থানাঃ সদর, জেলাঃ মাগুরা। ফিক্সড ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের অধীন যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলার অন্তর্গত সকল ধরণের অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং খুব দ্রুত পর্যায়ক্রমে এজাতীয় ইটভাটাসমূহ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে বলে উপ পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার জানান।