যশোর পরিবেশ অধিদপ্তর আওতাধীন তিন জেলার ৪৭টি ইটভাটায় দু’ মাসে ৩৫লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও একটি ভাটা বন্ধের নির্দেশ

0
664

এম আর রকি : চার জেলা নিয়ে গঠিত পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ে জনবল সংকটের মধ্যেও চলতি বছরের গত দু’ মাসে ৪৭টি অননুমোদিত ইটভাটায় অভিযান চালিয়ে ৩৫লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ১টি অননুমোদিত ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। যশোর, মাগুরা,নড়াইল ও ঝিনাইদহ জেলা নিয়ে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় গঠিত। বর্তমানে এ কার্যালয়ে সিনিয়র কেমিস্ট পদে মোঃ মিজানুর রহমান গত বছরের ২৮ আগষ্ট থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি দায়িত্ব গ্রহনের পর অত্র কার্যালয়ের অধীনে যশোর,মাগুরা,নড়াইল ও ঝিনাইদহ জেলায় গড়ে ওঠা অবৈধ ইটভাটা থেকে শুরু করে জনগনের জন্য ঝুঁকিপূর্ন স্থাপনা কারাখানাসহ যা পরিবেশের জন্য বিপর্যয় প্রতিষ্ঠান থেকে হতবাক। তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসার উদ্যোগ গ্রহন করেন। চার জেলার গড়ে ওঠা যা পরিবেশ অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানের হালচিত্র প্রনয়ন কার্যক্রম শুরু করেন। এর পাশাপাশি চলতি বছরে ইট ভাটা গুলিতে অননুমোদিত ও অবৈধভাবে নির্মিত ও ড্রাম চিমনী বিরুদ্ধে অভিযানের কার্যক্রম শুরু করেন। স্থানীয় প্রশাসনের সহযোগীতায় ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর অধীনে নড়াইল জেলায় ১০টি,ঝিনাইদহ জেলায় ৪ টি ও মাগুরা জেলায় ৩৪টি ইট ভাটায় অভিযান চালিয়েছে। এ সময় একটি ইট ভাটার কার্যক্রম বন্ধ ও ৪৬টি ইট ভাটা থেকে সরকারের ৩৫ লাখ ৭০ হাজার টাকা রাজস্বা আদায় করেছে।
পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান জানান, চলতি বছরের গত জানুযারী মাসে নড়াইল জেলার কালিয়া উপজেলার মেসার্স এম বি আই ব্রিকস কুলসুর ইট ভাটাটি অননুমোদিত ও অবেধভাবে নির্মিত ও ড্রাম চিমনী দ্বারা পরিচালিত হওয়ায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান চালিয়ে স্বত্বাধিকারী বিশ্বজিৎ পালকে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা,একই উপজেলার কলাবাড়ী,নড়াগাতি এফ বি বি আই (ফোর ব্রাদার্স) ব্রিকস স্বত্বাধিকারী টুকু মোল্লাকে একই অভিযোগে ১লাখ টাকা,কালিয়া উপজেলার মেসার্স হুদয় ব্রিকসের স্বত্বাধিকারী হোসেন শেখকে ১লাখ টাকা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মকসেদপুর মোড়,সাবদারপুর মেসার্স রিপন ব্রিকস এর স্বত্বাধিকারী আজিজুল হককে ১লাখ ৫০ হাজার টাকা,ফেব্রুয়ারী মাসে মাগুরা জেলার সদর উপজেলার চাঁদপুর মেসার্স হিনো ব্রিকসের স্বত্বাধিকারী আজাদ রহমানকে ৫০ হাজার টাকা,একই উপজেলার দুলুহুরা এএফ বি ব্রিকসের স্বত্বাধিকারী মো: ফটিককে ১লাখ টাকা,বাঘবাড়িয়া মেসার্স মধুমতি ব্রিকসের স্বত্বাধিকারী রফিকুল সরদারকে ৪০ হাজার টাকা,বাঘবাড়িয়া আলোকদিয়া মেসার্স এম আর বি ব্রিকসের মিলন হোসেনকে ১লাখ টাকা,বাঘবাড়িয়া আলোকদিয়া মের্সাস সেভেন স্টার ব্রিকসের স্বত্বাধিকারী মামুনুর রশিদকে ৪০ হাজার টাকা,বাঘবাড়িয়া আলোকদিয়া মেসার্স ৫স্টার ব্রিকসের স্বত্বাধিকারী একরাম বিশ্বাসকে ৪০ হাজার টাকা,বাঘবাড়িয়া আলোকদিয়া মেসার্স এসকেডিবি ব্রিকসের স্বত্বাধিকারী রফিকুল ইসলামকে ১লাখ টাকা,বাঘবাড়িয়া আলোকদিয়া মেসার্স সান ব্রিকসের স্বত্বাধিকারী ইসলাম শিকদারকে ৭৫ হাজার টাকা,বাঘবাড়িয়া আলোকদিয়া মেসার্স সেতু ব্রিকসের স্বত্বাধিকারী সুমন খানকে ৭৫ হাজার টাকা,বাঘবাড়িয়া আলোকদিয়া মেসার্স বিএমবি ব্রিকসের স্বত্বাধিকারী বাদশা মোল্লাকে ৪০ হাজার টাকা,বাঘবাড়িয়া আলোকদিয়া মেসার্স এমবিবি ব্রিকসের স্বত্বাধিকারী শিপন মোল্লাকে ৫০ হাজার টাকা,বাঘবাড়িয়া আলোকদিয়া মেসার্স এমএম আর ব্রিকসের স্বত্বাধিকারী নতিফুল আলম লিপ্টনকে ৪০ হাজার টাকা,বাঘবাড়িয়া আলোকদিয়া মোসার্স ১স্টার ব্রিকসের স্বত্বাধিকারী অনিক মোল্লাকে ৫০ হাজার টাকা,মাগুরা সদর উপজেলার কর্দকচুন্দির মেসার্স এসএবি ব্রিকসের স্বত্বাধিকারী আহম্মদ মোল্যাকে ৫০ হাজার টাকা,একই এলাকার মেসার্স এমএম এমবি ব্রিকসের স্বত্বাধিকারী সোহেলকে ৫০ হাজার টাকা,একই উপজেলার পাতুরিয়া বাগিয়া এলাকায় মেসার্স শুভেচ্ছা ব্রিকসের স্বত্বাধিকারী আইয়ূব হোসেন বিশ্বাসকে ৫০ হাজার টাকা,বাঘবাড়িয়া আলোকদিয়া মেসার্স এএমকিবি ব্রিকসের স্বত্বাধিকারী আজিয়ার বিশ্বাসকে ৫০ হাজার টাকা,একই উপজেলার কছুন্দি নালোক এলাকার মেসার্স এমএ বি ব্রিকসের স্বত্বাধিকারী লাজ্জু মোল্যাকে ৬০ হাজার টাকা,নড়াইল জেলার লোহগড়া উপজেলার বেলটিয়া,আড়িয়ারা এলাকার মেসার্স কাজী ব্রিকসের স্বত্বাধিকারী আব্দুল মান্নান খানকে ৩ লাখ টাকা,লোহগড়া উপজেলার গিলাতলা কাশিনগর এলাকার মেসার্স নড়াইল ব্রিকসের স্বত্বাধিকারী রাসেল বিশ্বাসকে ৫০ হাজার টাকা,নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গার মেসার্স বিএন্ডকে ব্রিকসের মালিক বিল্লাল হোসেনকে ৫০হাজার,নড়াইল সদর উপজেলার বুড়িখালী ডোয়তলা এলাকায় মেসার্স আমেনা ব্রিকসের মালিক সুমন সর্দারকে ৫০ হাজার,লোহগড়া উপজেলার বসুপটি এলাকার মেসার্স কহিনুর ব্রিকসের মালিক দিলীপ ঘোষকে ৫০ হাজার,একই উপজেলার কালনার মেসার্স মধুমতি ব্রিকসের মালিক মুন্সী আলাউদ্দিনকে ৭৫ হাজার,ঝিনাইহ জেলার হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর কণ্যাদহ এলাকার মেসার্স এমএসবি ব্রিকসের মালিক হান্নান খানকে ৫০ হাজার,একই উপজেলার একই এলাকার মেসার্স এটিবি ব্রিকসের মালিক আলমগীরকে ২০ হাজার,হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর কন্যাদহ এলাকার মেসার্স বিএনবি ব্রিকসের মালিক মিজানুর রহমানকে ২০ হাজার,মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার তল্লাবাড়িয়া বিনোদপুর এলাকার মেসার্স এসএনবি ব্রিকসের মালিক শাহাবুদ্দিন মোল্যাকে ১লাখ ৫০ হাজার টাকা,একই উপজেলার কানুটিয়া বিনোদপুর এলাকার মেসার্স তোবা ব্রিকসের মালিক গোলাম আজমকে ২৫ হাজার,পাশ্ব¦বর্তী মেসার্স তানহা বিক্রসের মালিক আইয়ূব আলীকে ১লাখ টাকা, পাশ্ববর্তী মেসার্স হাসিব ব্রিকসের মালিক হাফিজুর রহমানকে ৭৫ হাজার টাকা,একই উপজেলার হাট কলমদারী কাওড়া এলাকার মেসার্স এমএসএ ব্রিকসের মালিক মো: ইউনুছকে ৮০ হাজার টাকা,একই উপজেলার বানিয়াবোইর কাওড়া মেসার্স এসএকেবি ব্রিকসের মালিক আব্দুস ছালাম মোল্লাকে ১লাখ টাকা,একই উপজেলার বাড়িখালী বিনোদপুর গ্রামের মেসার্স এমআরকেবি ব্রিকসের মালিক মোজাহিদুল ইসলামকে ১লাখ টাকা,একই উপজেলার ইডোডা বিনোদপুরে মেসার্স সোয়েব ব্রিকসের মালিক শহীদুল ইসলামকে ২৫ হাজার টাকা,একই উপজেলার গবদপুর গ্রামের মেসার্স এমএম বি ব্রিকসের মালিক মো: রিপনকে ১লাখ টাকা, ইডোডা বিনোদপুরে মেসার্স একতা ব্রিসের মালিক মনির উদ্দিন মোল্যাকে ১লাখ টাকা,কালুকান্দি বিনোদপুরে মেসার্স আর আর বি ব্রিকসের মালিক আক্কাস মোল্যাকে ১লাখ টাকা,শ্রীপুর উপজেলার বাখেরা,বাথেরা মেসার্স এমএবি ব্রিকসের মালিক মোস্তাক আহম্মেদকে ৭৫ হাজার টাকা,একই উপজেলার সারঙ্গদিয়ায় মেসার্স হামিম ব্রিকসের মালিক মুশফিকুর রহমান কালনকে ১লাখ টাকা,রায়নগর এলাকার মেসার্স টপটেন ব্রিকসের মালিক আলিয়ার রহমানকে ৭৫ হাজার টাকা ও শ্রীপুর উপজেলার রায়নগর নাকোল এলাকায় গড়ে ওঠা মেসার্স গড়াই ব্রিকসের মালিক আবু জাফর খানকে ১লাখ টাকা অথদন্ড প্রদান করে এবং কার্যক্রম বন্ধ রাখার মৌখিক নির্দেশ প্রদান করেন। এছাড়া, নড়াইল জেলার সদর উপজেলার রঘুনাথপুরে মেসার্স এম আর পি ব্রিকসের মালিক মিন্টু শিকদারকে ইট ভাটাটি অননুমোদিত ও অবৈধভাবে নির্মিত ও ড্রাম চিমনী দ্বারা পরিচালিত হওয়ায় ভ্রাম্যমান আদালত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার মৌখিক নির্দেশ প্রদান করেন। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আরো জানান,পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম যাতে আরো গতিশীল করা যায় তার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ আগামী গ্রহন করবেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here