যশোর পুলিশের অভিযানে পাঁচটি অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা

0
104

নিজস্ব প্রতিবেদক : যশোরে অস্ত্র তৈরীর কারখানায় অভিযানে আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের শাহিনুর রহমান গতকাল শুক্রবার কোতোয়ালি মডেল থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।
আটককৃতরা হলো, শহরের বেজপাড়া আকবরের মোড় এলাকার মৃত এলাহী বক্সের ছেলে আব্দুল আজিজ, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মধ্যপাড়ার আহম্মদ আলীর ছেলে কুদ্দুস আলী ও একই গ্রামের পার্কের মোড় এলাকার ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন।
ডিবি পুলিশ মামলায় বলেছে, যশোর শহরের আরএন রোড রাঙ্গামাটি গ্যারেজের পাশে নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে অবৈধ অস্ত্র তৈরী হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। তারই সূত্র ধরে গত ১৩ অক্টোবর রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়। এসময় ওই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে দুইটি ওয়ারস্যুটারগান, তিনটি ৭.৬৫ পিস্তলের ব্যরেলযুক্ত রিকয়েলিং স্প্রিংসহ বেশ কিছু অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার এবং দোকান মালিকসহ তিনজনকে আটক করা হয়। এই ঘটনার পরদিনে কোতোয়ালি থানায় দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। #