যশোর পৌরসভার ড্রেনের কাজ করা কালে দেয়াল চাপায় ১ শ্রমিক নিহত ও আহত-৩

0
585

বিশেষ প্রতিনিধি : যশোরে পৌর সভার ড্রেন নির্মাণ করতে গিয়ে দেয়াল চাপা পড়ে হাবিবুর রহমান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সৈয়দআলিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। এ সময় শ্রমিক আব্দুল খালেক ওরফে শওকত (৫৮), আব্দুল মালেক (৫০) ও সবুর হোসেন (৪৮) নামে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল আনুমানিক ৪ টায় শহরের এমএম আলী রোডস্থ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের অফিসের সামনে ঘটনাটি ঘটে।
আহত আব্দুল খালেক ওরফে শওকত একই এলাকার নুর আলীর ছেলে, আব্দুল মালেক একই জেলার কালিগঞ্জ উপজেলার বন্দিপুর গ্রামের দাউদ আলীর ছেলে ও সবুর হোসেন একই এলাকার মুড়োগাছা গ্রামের কোরবান আলীর ছেলে।
সহকর্মীর নির্মাণশ্রমিক আজিজুল ইসলাম জানান, যশোর পৌরসভার ড্রেনের কাজ চলছিল যশোর এমএম আলী রোডস্থ এলাকায়। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ অফিসের গায়ে ড্রেন খোড়ার সময় পাশে থাকা প্রাচীর ভেঙে পড়ে। প্রাচীর চাপা পড়ে হাবিবুর রহমান, আব্দুল খালেক ওরফে শওকত, আব্দুল মালেক ও আজিজুল ইসলাম আহত হয় । স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পথে হাবিবুরের মৃত্যু ঘটে।
কোতয়ালি মডেল থানা পুলিশ জানান,শুনেছি পৌরসভার ড্রেনের কাজ করতে গিয়ে প্রাচীর চাপা পড়ে হাবিবুর রহমান নামে একজন নির্মাণ শ্রমিক মারা নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here