যশোর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে আ’লীগ প্রার্থীকে বিজয়ী করতে হবে-মোজাম্মেল হক

0
219

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন,আদর্শ ছাড়া কোনো সংগঠন ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয় না। আদর্শের কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। মাত্র সাড়ে তিন বছরে দারিদ্র্য, নিপীড়িত ও দুঃখ-দুর্দশায় জর্জরিত দেশকে বঙ্গবন্ধু স্বল্পোন্নত দেশে পরিণত করতে পেরেছিলেন। আদর্শ ও নৈতিকতার কারণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভালোবাসে ও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তাই আদর্শের ভিত্তিতে মানুষের সমর্থন নিয়ে যশোর পৌরসভায় বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএম মোজাম্মেল হক।
আসন্ন যশোর পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে অনুষ্ঠিত নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নৌকা প্রতীকের প্রার্থী হায়দার গণি খান পলাশ,জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন,অ্যাডভোকেট আলী রায়হান,জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহরুল ইসলাম ও অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও আশরাফুল আলম লিটন, সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দীনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজামান, সাধারণ সম্পাদ জোৎস্না আরা মিলি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।