যশোর বসুন্দিয়ায় ইলিশ মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা, এতিমখানায় মাছ বিতরণ

0
141

নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের বসুন্দিয়া মোড় খুচরা মাছ বাজারে আব্দুল মমিন (৩০) নামের এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিক্রয় নিষিদ্ধ ইলিশ মাছ জব্দ ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসার এতিমদের মাঝে বিতরণ করা হয়। মৎস্য অধিদফতরের সদর উপজেলা কার্যালয় অভিযানটি পরিচালনা করেন।

জেলা মৎস্য কর্মকর্তা সূত্রে জানা যায়, বুধবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া মোড় বিশ্বাস পাড়ার রওশন বিশ্বাসের ছেলে আব্দুল মমিন নামের এক মৎস্য ব্যবসায়ি বসুন্দিয়া মোড় খুচরা মাছ বাজারে তার নিজস্ব মাছের দোকানে প্রকাশ্যে বিক্রয় নিষিদ্ধ ইলিশ মাছ বিক্রয় করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মৎস কর্মকর্তা সাইদুর রহমান রেজার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই মাছ ব্যবাসয়ীর কাছ থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮টি ইলিশ মাছ জব্দ ও তিন হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত মাছ বসুন্দিয়া মোড় এতিমখানায় এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স।