যশোর বাঘাপাড়ায় এক কৃষকের ৪ বিঘা জমির ধান কেটে দিলেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ নেতা-কর্মীরা

0
393

বিশেষ প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও শ্রমিক সংকটের কারনে সঠিক সময়ে ধান ঘরে তুলতে না পারার শংকায় কৃষকেরা। এমন পরিস্থিতিতে বিভিন্ন স্থানে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অসহায় কৃষকের জমির ধান কেটে দিতে মাঠে নেমেছেন। আর সব স্থানের মতো যশোরের বাঘারপাড়ায় সরকারদলীয় নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলার নওয়াপাড়া পশ্চিমপাড়া গ্রামের কৃষক জোহর আলীর প্রায় ৪ বিঘা জমির ধান কেটে দেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মীরা।এ ধানকাটা উৎসবে অংশ নেয় প্রায় অর্ধশত সরকারদলীয় নেতা-কর্মী। যশোর-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিৎ রায়ের নির্দেশে তারা অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।
জানতে চাইলে কৃষক জোহর আলী বলেন,কোথাও ধানকাটার মানুষ পাচ্ছিলাম না। আমাগের গ্রামের কয়েকজনরে এ বিষয়ে জানাইছিলাম। তারা উদ্যোগ নিয়ে আমার ধান কেটে দেওয়ার ব্যবস্থা কইরে দিয়েছে।
ধানকাটা উৎসবে অংশ নেন উপজেলার দোহাকুলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওযামীলীগের সভাপতি আব্দুল হক,সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পিঞ্জু,সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্যা,স্থানীয় আওয়ামীলীগ নেতা মুমিনুর রহমান,যুবলীগ কর্মীনাসির উদ্দিন,মন্নু হোসেন,বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা ওয়াহিদুজ্জামান ওহিদ,রবিউর ইসলাম,আমিনুর রহমান,ছাত্রলীগ কর্মী মাহিম উদ্দিন,আরিফুল ইসলাম,শাকিল আহমেদ,ইউসুফ আলী প্রমূখ।
আওয়ামীলীগ নেতা আব্দুল হক ও মাসুদুর রহমান পিঞ্জু বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান ও আমাদের নেতা সংসদ সদস্য রনজিৎ রায়ের নির্দেশে আমরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। এলাকার কৃষকেরা যাতে সঠিক সময় তাদের পাকা ধান কেটে ঘরে তুলতে পারেন-সে ব্যাপারে আমরা সহযোগিতা করবো। এ ব্যাপারে আমাদের দলীয় নির্দেশনা রয়েছে।