যশোর বালিকা মাধ্যমিক বিদ্যলয়ের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

0
366

নিজস্ব প্রতিবেদক : যশোর বালিকা মাধ্যমিক বিদ্যলয়ের ষষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ইকবাল কবির জাহিদ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনার সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এরপর নবম শ্রেণির মোমেনা খাতুনের নেতৃত্বে প্রতিযোগীরা মাঠ পরিক্রম করে। বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতা উদ্বোধনের পর প্রতিযোগীদের শপথগ্রহণ শেষে অলিম্পিক মশালসহ ক্রীড়াঙ্গন প্রদক্ষিণ করে নবম শ্রেণির জান্নাতুল ইসলাম। নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থী মীম খাতুন উর্মি, তিথি খাতুন, অন্তি ধর ও বর্ণা বিশ্বাস। শেষে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজের মধ্য প্রতিযোগিতা সমাপ্ত হয়। এরআগে বল বাস্কেটিং, দড়ি লম্ফ, দীর্ঘ লম্ফ, ভারসাম্য দৌঁড়, বিস্কুট দৌঁড়, সূঁচে সুতো পরানো, মোরগ লড়াই, অভিভাবিকাদের বালিশ বদলসহ ১৩ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।