যশোর-বেনাপোল পরিকল্পিত নগর ও শিল্পাঞ্চল স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশ

0
1651

বিশেষ প্রতিনিধি : বেনাপোল-যশোর এশিয়ান হাইওয়ের অংশ। এই এলাকায় পরিকল্পিত নগর ও শিল্পাঞ্চল স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে নগর উন্নয়ন দফতর একটি প্রকল্প গ্রহন করে বার্ষিক কর্মসূচিতে তা অর্ন্তভুক্ত করেছে। এছাড়া যশোর-বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে যশোর-খুলনা রেললাইনের সংযোগ ও সাটল ট্রেনে শিক্ষার্থী-শিক্ষকদের যাতায়াতের জন্য ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা হয়েছে। যশোরের দুঃখ বলে পরিচিত ভবদহ ও কপোতাক্ষ তরান্বিত খননের জন্য পানি সম্পদ মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এক চিঠিতে এই বিষয়গুলো জানিয়েছেন। তিনি গত ২৫ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দশম প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথি হিসেবে এলে উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার এই তিনটি বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে ড. মসিউর রহমান প্রধানন্ত্রীকে তা অবহিত করেন। এরপরই গত ১২ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠিতে উপাচার্যসহ স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ ও জেলা প্রশাসককে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here