যশোর বোর্ডে এসএসসি’র খাতা পুনঃনিরীক্ষণে ২৮২ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে

0
424

বিশেষ প্রতিনিধি: যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল মঙ্গলবার বিকেলে  প্রকাশ হয়েছে। পুনঃনিরীক্ষনে ২৮২ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন পরীক্ষার্থী। মঙ্গলবার রাতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র সাংবাদিকদের জানান, এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর খাতা পুনঃনিরীক্ষণের জন্য খুলনা বিভাগের বিভিন্ন বিদ্যালয় থেকে ৪৩ হাজার ৭৭০ জন পরীক্ষার্থী বিভিন্ন বিষয়ে আবেদন করেন। আবেদনকৃতদের মধ্যে ২৮২ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এদেরমধ্যে ফেল করা পরীক্ষার্থীদের মধ্যে থেকে অর্থাৎ এফ গ্রেডে পাস করেছে ৮৩ জন, বিভিন্ন গ্রেড থেকে এ-প্লাস (জিপিএ-৫) পেয়েছে ৭৬ জন, এ-গ্রেড পেয়েছে ৩৪ জন, এ-মাইনাস পেয়েছে ২২ জন, বি-গ্রেড পেয়েছে ১৫ জন, সি-গ্রেড পেয়েছে ১৪ জন এবং ডি-গ্রেড পেয়েছে ৩৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here