যশোর বোর্ডে পাসের হার ৯৩.০৯ শতাংশ

0
199

ম্যাগপাই নিউজ ডেস্ক : এসএসসি ও সমামন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে গণভবন থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এবছর এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ৯৩ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন। গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৩১ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলো ১৩ হাজার ৭৬৪ জন।। যশোর বোর্ডে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, চলতি বছর যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো এক লাখ ৮১ হাজার ২৮২ জন শিক্ষার্থী।

এসএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে

ইন্টারনেটে http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।