যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি কর্তৃক ১.২ কেজি ওজনের ০৬ টি স্বর্ণের বারসহ ১ জন আটক

0
98

বেনাপোল সংবাদদাতা : যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ৬ টি স্বর্নের বার সহ আতিয়ার রহমান( ৫০) নামের এক স্বর্ন চোরাকারবারীকে আটক করেছে।যশোর (৪৯) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল সাহেদ মিনহাজ সিদ্দীকী বলেন,
আজ ৮ নভেম্বরে২০২২ তারিখ সাড়ে ৫ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর মাসিলা বিওপিতে কর্মরত নায়েক মোঃ রোকন উদ্দিন এর নেতৃত্বে একটি নিয়মিত সীমান্ত টহলে গমন করে। উক্ত টহল দল মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর গ্রামস্থ মাঠের মধ্যে একজন ব্যক্তিকে কৃষক বেশে ঘাস কাটতে দেখতে পায়। পরবর্তীতে বিজিবি টহলদল তার চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে এবং তাকে তল্লাশী করে তার কোমরের বিশেষ কায়দায় বডি ফিটিং অবস্থায় ০৫ টি ছোট ও ০১ টি বড় আকারের মোট ০৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১.২ কেজি। যার বাজার মূল্য ৯৬ লক্ষটাকা। আটককৃত আসামীর নাম মো আতিয়ার রহমান পিতা- মৃত আ ছাত্তার গ্রাম -গদাধারপুর চৌগাছা, যশোর।

ধারনা করা যায় যে, উক্ত ব্যক্তি স্বর্ণের বারগুলো সীমান্ত অতিক্রম করে পাশ্ববর্তী দেশ ভারতে পাচারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
আটককৃত আসামীর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ট্রেজারীতে জমা প্রদান করা হয়েছে।