যশোর মণিরামপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় হতাহত ১৬

0
414

বিশেষ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় এক নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মণিরামপুর পৌর শহরের যশোর-সাতক্ষীরা মহাসড়কের থানা মোড় নামক স্থানে সাতক্ষীরা গামী একটি পন্যবাহী ট্রাক শাহিদা বেগম (৫০) নামের এক পথচারীকে চাপা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত শাহিদা বেগম উপজেলার মাছনা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।নিহতের স্বজন আক্তার হোসেন জানান, শনিবার বেলা ১২টায় শাহিদা বেগম মেয়ের জামাই বাড়ি উপজেলার হাজরাকাঠি গ্রাম থেকে নিজ বাড়ি ফেরার পথে পৌর শহরের থানা মোড়ে পৌঁছুলে রাস্তা পারাপারের সময় পন্যবাহী (সাতক্ষীরা ট-১১-০৩৭১) নম্বর ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মণিরামপুর থানা পুলিশ ঘাতক চালককে আটক ও ট্রাকটিকে থানায় জব্দ করেছে। অপরদিকে, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মণিরামপুর-নওয়াপাড়া সড়কের জয়নগর মোড় নামক স্থানে একটি যাত্রীবাহী ট্রেগার (ইঞ্জিন চালিত মিনি বাস) চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ওই ট্রেগারে থাকা নারী ও শিশুসহ অন্ততঃ ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে স্থানীয় মণিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভর্তিকৃত আহতরা হলেন নন্দিনী মন্ডল, বিবেক মন্ডল, বিশ্বজিত দাস, সন্যাসী দাস, রাজু হোসেন, মোহাম্মদ আলী, তহমিনা খাতুন, সাজিদা খাতুন, আবুল কালাম ও বজলুর রহমান। আহত অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং গুরুতর আহত আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here