যশোর রেলস্টেশন জিআরপি পুলিশ সদস্যকে ফেনসিডিলসহ আটকের পর ছেড়ে দেয়া হয়েছে

0
345

নিজস্ব প্রতিবেদক : যশোর রেলষ্টেশন থেকে জিআরপি পুলিশের এক সদস্য ফেনসিডিলসহ আটকের পর তাকে ছেড়ে দেয়া হয়েছে। র‌্যাব সদস্যরা তাকে আটক করেছিল বলে স্থানীয়রা জানায়।
প্রত্যক্ষদর্শী ও রেলের কতিপয় কর্মকর্তা কর্মচারি জানান, মঙ্গলবার বিকাল ৫টা সাড়ে টার দিকে চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেন যশোর ষ্টেশনে থামার পর র‌্যাবের তল্লাসির সময় জিআরপি কনসটেবল মোস্তাকিনকে অর্ধশতাধিক ফেনসিডিলসহ আটক করে র‌্যাব। ভবিষ্যতে এধরনের কাজ যাতে আর না করে এই শর্তে মোস্তাকিনকে জিআরপির ইনচার্জের জিম্মায় ছেড়ে দেয়া হয়। জনসম্মুখে ঘটনাটি ঘটায় বিষয়টি ব্যাপক প্রচার হয়।
যশোর রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার রিয়াদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার বিকেলে র‌্যাব সদস্যরা রেলে তল্লাসী চালানোর সময় ফেনসিডিলসহ জিআরপি পুলিশের সদস্য মোস্তাকিনকে আটক করে। তারপর কি হযেছে তার জানা নেই। এব্যাপারে জানতে র‌্যাব-৬ এর ০১৭৭৭৭১০৬৩৩ নম্বর মোবাইলে ম্যাসেজ পাঠানো হলেও কোন উত্তর পাওয়া যায়নি। এমনকি ফোন করলে কেউ রিসিভ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here