যশোর শহরের একটি আবাসিক হোটেলের বোর্ডারের ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার-৩

0
468

বিশেষ প্রতিনিধি : শহরের রেলরোডস্থ আবাসিক হোটেল শাহনাজের একটি কক্ষে এক বোর্ডারের কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার হাড়িয়ার ঘোপ গ্রামের শাহিদুল শেখের ছেলে মাহাফুজ শেখ, যশোর সদর উপজেলার কৈখালী গ্রামের সুমঙ্গল ঘোষের ছেলে সুজন ঘোষ ও শহরের শংকরপুর গোলপাতা মসজিদের সেকেন্দারের ছেলে আলমগীর। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই পলাশ বিশ^াস জানান,গোপালগঞ্জ জেলার রবিউল ইসলাম নামে এক ব্যক্তি থানায় তাকে মারপিটের অভিযোগ দায়ের করায় তিনি ওই হোটেলে অভিযান চালিয়ে উক্ত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন। রবিউল মাছ ব্যবসায়ী। অপর একটি সূত্র বলেছে,রবিউল একজন মাছ ব্যবসায়ী। সে শহরের রেলরোডস্থ রেলষ্টেশনের অদূরে আবাসিক হোটেল শাহনাজের ২৪ নং কক্ষ ভাড়া নিয়ে বোর্ডার হিসেবে উঠেন। উক্ত হোটেলে পরশু রাতে উক্ত যুবকেরা তাকে মারপিট করে তার কাছ থেকে নগদ ৮০ হাজার অধিক টাকা ছিনিয়ে নেয়। রবিউল ইসলাম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ উক্ত হোটেলে অভিযান চালিয়ে উক্ত তিন যুবককে গ্রেফতার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি মিমাংসার চেষ্টা চলছে। তবে মামলা হিসেবে নথিভূক্ত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here