যশোর শহরের চাঁচড়া রায়পাড়া বাড়িতে হামলা বোমা বাজির ঘটনায় মামলা

0
445

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার এক পরিবারের উপর সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার কারণে গতিরোধ করে মারপিটসহ বোমা নিক্ষেপের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হচ্ছে,যশোর শহরের চাঁচড়ার নুর ইসলামের ছেলে মিন্টু,বেজপাড়া টিবি ক্লিনিকের সামনে আব্দুল আলিমের ছেলে বাবু,চাঁচড়া রায়পাড়ার ভোমরের ছেলে বাপ্পি, চাঁচড়া জামতলার মধু মিয়ার ছেলে আল আমিন,চাঁচড়া রায়পাড়ার হোসেনের ছেলে সোহান ও চাঁচড়া ইসমাইল কলোনীর শাওন ওরফে পিচ্চি শাওনসহ অজ্ঞাতনামা ২/৩জন।। এসময় পুলিশ বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করে।
চাঁচড়া রায়পাড়ার ইসরাইল কাজীর স্ত্রী জাহিদা বেগম কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, গত ১৮ নভেম্বর বিকেল আনুমানিক ৩ টায় তার ছেলে কাজী সজল আহম্মেদ বাড়ির গেটের সামনে বের হলে উল্লেখিত আসামীরা তার গতিরোধ করে। পরে এলোপাতাড়ীভাবে মারপিট করে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর উল্লেখিত আসামীরা সংগঠিতভাবে এসে পরপর ৩টি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা ও সন্ত্রাসীদের হাতে ছেলে কাজী সজল আহম্মেদ, কাজী রনি,মেয়ে নিপা,পুত্রবধু রুপালী ও ভাগ্নে মাশরাফী ইসলাম আহত হয়। এসময় পুলিশ খবর পেয়ে বিস্ফোরিত বোমার অংশ হিসেবে ও একটি ধারালো চাকু উদ্ধার করে।আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here