যশোর শহরের পূজা মন্ডপে ও সড়কে বখাটের বিচারণ নিষিদ্ধ করতে পুলিশের নয়া উদ্যোগ

0
273

বিশেষ প্রতিনিধি : শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে কোতয়ালি মডেল থানা পুলিশ বখাটের বিচারণ নিধিদ্ধ করেছে। শনিবার রাত থেকে শহরের বিভিন্ন পূজা মন্ডপে ও শহরের বিভিন্ন সড়কে বখাটে কর্তৃক মোটর সাইকেল চালিয়ে জন বিরতিকরণ পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে ৩০টি অধিক মোটর সাইকেল জব্দ করেছে। এ সময় মোটর সাইকেল আরোহীদের প্রাথমিক পর্যায় গ্রেফতার করলেও তাদেরকে মুচলেকায় মুক্তি দিয়েছে।
কোতয়ালি মডেল থানায় খোঁজ নিয়ে জানাগেছে,শারদীয় দূর্গাপূজায় শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তার জন্য পুলিশ সোচ্চার হয়ে দায়িত্ব পালন করছেন। শনিবার সপ্তমীতে পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মোটর সাইকেলে একের অধিক বখাটের অবস্থান নিষিদ্ধ করার লক্ষ্যে পূজা মন্ডপ ও শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এসময় যশোর শহরের বিভিন্ন পূজা মন্ডপে রোববার রাতে বখাটে কর্তৃক মোটর সাইকেলে তিনজন বখাটে অবস্থান নিয়ে জন বিরতিকরণ পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ১৫টির অধিক মোটর সাইকেল জব্দ করে। এছাড়া,শনিবার রাতে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে দ্রুত গতিতে মোটর সাইকেল চালানো ও অবস্থান নেওয়অর অভিযোগে ৬ জনকে মোটর সাইকেলসহ গ্রেফতার করে। পরে মোটর সাইকেল আরোহীদের তাদের অভিভাবকদের কাছে মুচলেকায় জিম্মায় দিয়েছে। জব্দকৃত মোটর সাইকেলগুলো পূজা শেষে যাচাই বাছাই পূর্বক ছেড়ে দেওয়া হবে বলে পুলিশের সূত্রগুলো জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here