যশোর শহিদ মিনারে বঙ্গবন্ধুসহ জাতীয় নেতাদের স্মরণে বৃক্ষরোপন

0
211

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এম কামারুজ্জামানের স্মরণে বৃক্ষরোপন করা হয়েছে। রাঙাপ্রভাত সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ বৃক্ষরোপন করা হয়।

এ বিষয়ে সম্মিলিত সামাজিক জোট যশোর জেলা সংসদের সভাপতি ও রাঙাপ্রভাত সমাজকল্যাণ সংস্থার সদস্য সচিব শরীফ এ মাস্উদ হিমেল জানান- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এম কামারুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে যথাক্রমে নাগেশ্বর, পলাশ, জারুল, কাঞ্চন, সোনালু ও মে ফ্লাওয়ার বৃক্ষের চারা রোপন করা হয়েছে

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ২০২১) এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙাপ্রভাত যশোর সমাজকল্যাণ সংস্থার যুগ্মআহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, নাসির উদ্দীন মিঠু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি প্রণব দাস, নন্দন যশোরের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলসান, শিশু কবি সুমাইয়া ইসলাম রোজা, মুমতাহিনা মহুয়া প্রমুখ।