যশোর শার্শা সদর ইউনিয়নের ১৭-১৮ অর্থ বছরের বাজেট পেশ

0
625

বিশেষ প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা সদর ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার সকালে শার্শা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব এজিএম মহসিন রেজা।

বাজেটে সরকারি বেসরকারি সকল উৎসের মোট আয় ধরা হয়েছে ৪কোটি ১৫লাখ ৭৬ হাজার ৫৭৮টাকা আর ব্যয় ধরা হয়েছে ৪কোটি ১৪ লাখ ২০ হাজার ৫৮৮টাকা।

উপজেলার ১০ নম্বর শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন নাভারন চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক সালে আহম্মদ মিন্টু। মুক্ত আলোচনার অংশ নেন রফিকুল ইসলাম,ইনছাপ আলি,শাহনাজ বেগম,আনোয়ারা খাতুন,দিপালী সুত্রধর প্রমুখ।

শার্শা ইউনিয়নের তিনজন শ্রেষ্ঠ ও ১০জন ব্যক্তি করদাতাকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি শেষ্ট করদাতাদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্তিত ছিলেন- প্রভাষক আসাদুজামান আসাদ,সাংবাদিক এম এ রহিম,সেলিম রেজা,মেম্বর,নাসিম রেজা,আব্দুর খালেক,জুলফিক্কার আলী,শিরিনা খাতুন ও শাহনারা বেগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here