যশোর শিক্ষাবোর্ডে কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা

0
490

বিশেষ প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ার ম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম বলেছেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ বরেণ্য। শিক্ষারমাণ উন্নয়ন করতে লেখাপাড়ার কোন বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,আপনারা একটু খেয়াল করবেন যাতে আপনাদের সন্তানেরা লেখাপড়া থেকে বিচ্যুত না হন। শিক্ষার কোন বিকল্প নেই। একজন শিক্ষিত যুবক দেশের উন্নতির চালিকা শক্তি। যশোর শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জিপিএ-৫ প্রাপ্ত উত্তীর্ণ কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। গতকাল সোমবার শিক্ষাবোর্ডের কর্মকর্তা কল্যাণ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, জেএসসি ও পিএসসি পরীক্ষায় বোর্ডের যে সব কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরা জিপিএ-৫ পেয়েছে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি প্রধান মূল্যায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব ড. মোল্লা আমীর হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রকিবুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, অভিভাবকদের পক্ষে মুজিবুল হক, সংবর্ধিত শিক্ষার্থী আবিবা কামাল, রাফিয়া জান্নাত রাখা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস, সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবীর, উপ-সচিব শাহাজান আলী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জিপিএ -৫ প্রাপ্ত ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here