যশোর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

0
306

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ৮৭ দশমিক ৩১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ১৩ হাজার ৭৬৪ জন জিপিএ ৫ পেয়েছে। রবিবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্ররুদ্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছরের তুলনায় পাশের হার কমেছে। কিন্তু এ প্লাসের সংখ্যা বেড়েছে। তিনি জানান, এ বছর ১ লাখ ৬০ হাজার ৬শ’ ৩৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১লাখ ৪০ হাজার ২শ’ ৪৩ জন। এর মধ্যে ২০ হাজার ৩শ’ ৯২ জন ফেল করেছে। পাশকৃতদের তার মধ্যে ৬৮ হাজার ৯শ’ ১৯ ছাত্র ও ৭১ হাজার ৩শ’ ২৪ ছাত্রী রয়েছে। এ প্লাস পেয়েছে ১৩ হাজার ৭শ’ ৬৪ জন। তার মধ্যে ৬ হাজার ৯শ’ ৫৬ জন ছাত্র ও ৬ হাজার ৮শ’ ৮ জন ছাত্রী রয়েছে। গত বছর (২০১৯) পাশের হার ছিল ৯০ দশমিক ৮৮ শতাংশ। ওই বছরে ও এ প্লাস পেয়েছিল ৯ হাজার ৯শ’ ৪৮ জন। এ বছর পাশের হার কমলেও এ প্লাসের সংখ্যা বেড়েছে। তিনি আরো জানান, পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে ১৩ হাজার ৭শ’ ৬৪ জন এ প্লাস, ৪২ হাজার ১শ’ ৮ জন এ গ্রেড, ৩০ হাজার ৩শ’ ৭৪ জন বি গ্রেড, ২০ হাজার ২শ’ ৩৯ জন সি গ্রেড ও ৩শ’ ৫২ জন ডি গ্রেড পেয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে পাশের হার খুলনায় সব চেয়ে শীর্ষে রয়েছে। এ জেলার পাসের হার ৯২.৬৬ শতাংশ, বাগেরহাট জেলায় ৯০.৬৬ শতাংশ, সাতক্ষীরায় ৯৪.০৩ শতাংশ, কুষ্টিয়ায় ৮০ শতাংশ, চুয়াডাঙ্গায় ৮৬.৯৯ শতাংশ, মেহেরপুরে ৭৮.৩০ শতাংশ, যশোরে ৯০.০৪ শতাংশ, নড়াইলে ৮৩.৯৫ শতাংশ, ঝিনাইদহে ৮৩.৭৪ শতাংশ ও মাগুরায় ৮২.৩৪ শতাংশ।