যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন বন্দি পালিয়েছে

0
172

নিজস্ব প্রতিবেদক : যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) বিক্ষোভ থামলেও সেখান থেকে পালিয়ে যায় তিন বন্দি। শনিবার রাতে বিভিন্ন দাবিতে কেন্দ্রের বন্দিদের বিক্ষোভ ভাংচুরের ঘটনার মধ্যে তারা পালিয়ে যায়। এ ঘটনায় রোববার যশোরের অতরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন জানান, বিভিন্ন দাবিতে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে কেন্দ্রের ভিতর বিক্ষোভ ও ভাংচুর শুরু করে। এরপর জেলা প্রশাসনের হস্তক্ষেপে রাত ১ টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনার মধ্যে তিন বন্দি পালিয়ে গেছে। এদের মধ্যে একজনের বাড়ি নাটোর জেলায়। বাকী দুজনের ঠিকানা মনে নেই। আমি বাইরে আছি।
তিনি আরও বলেন, তিন বন্দি পালানোর ঘটনায় রোববার সকালে কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন বন্দি কিশোরের হত্যা ও ১৫ জনের আহত হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছিল। একাধিক বার তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। ফলে কেন্দ্রে বারবার এমন অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।