যশোর সদরের পশ্চিম চাঁদপাড়া গ্রামের ৩০টি পরিবার পানিবন্দি থেকে মুক্তি চাই

0
462

বিশেষ প্রতিনিধি : যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপাড়া গ্রামে নতুন রাস্তা নির্মানে পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ রাখায় ওই এলাকার ৩০টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।অবিলম্বে কালভার্টটি চালু করার দাবি জানিয়েছে ওই এলাকার বসবাসকারী ২৫টি পরিবারের সদস্যরা সদর উপজেলা প্রকৌশলী বিভাগে অভিযোগ দিলেও ব্যবস্থা গ্রহন করা হয়নি।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, ফতেপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপাড়া গ্রামের সায়েদ আলী মাষ্টারের বাড়ির পাশে র্দীঘ ৪০ বছর পূর্ব হতে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট চালুছিল। সম্প্রতি ওই এলাকার রাস্তাঘাটের উন্নয়নের লক্ষ্যে রাস্তার কাজ শুরু হয়। ওই এলাকার নতুন রাস্তা করার সময় কালভার্টটি বন্ধ করে রাখায় ওই এলাকায় বসবাসকারি ৩০টি পরিবার এখন পানি বন্দি হয়ে দিনাতিপাত করছে। পানি বন্দি হতে মুক্তি পেতে গত ২ নভেম্বর এলাকাবাসীর পক্ষে যশোর সদর উপজেলা প্রকৌশলী বিভাগের কর্মকতার কাছে আবেদন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here