যশোর সদরের সীতারামপুর নববধূকে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ

0
267

বিশেষ প্রতিনিধি : যৌতুকের জন্য নববধূ শরামিন আক্তার সাথীকে বেধড়ক মারপিট ও ঠেকাতে এসে নববধূর মাতা,বোন মারপিট পূর্বক আটক রাখায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর শহরের খালদার রোড আলিয়া আমিনিয়া মাদ্রাসার পাশে ফজলু ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া বাসায়।
উক্ত বাড়ির আবু সালেম বেপারীর ছেলে শাহআলম বৃহস্পতিবার কোতয়ালি মডেল থানায় অভিযোগে বলেছেন,সদর উপজেলার সিতারামপুর গ্রামের ফারুক হোসেনর ছেলে ইমরান হোসেন বিগত ৬ মাস পূর্বে শাহ আলমের অমেতে তার মেয়ে শারমিন আক্তার সাথীকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর সাথীকে যৌতুকের টাকার জন্য স্বামী ইমরান হোসেন, দেবর বোরহান ও শ^াশুরী আসমা বেগম নির্যাতন শুরু করে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় সাথীকে ইমরান হোসেন, দেবর বোরহান ও শ^াশুরী আসমা বেগম যৌতুকের জন্য নির্যাতন শুরু করে। খবর পেয়ে সাথীর মাতা সুফিয়া খাতুন,বোন মারজান আক্তার রুব্বা ঠেকাতে গেলে তাদের সামনে সাথীকে মারপিট করে তিনজনকে একটি ঘরে আটকে রাখে। শাহআলম আশংকা প্রকাশ করেছে সাথীতে তালাকসহ তাদেরকে ক্ষতি করতে পারে। #