যশোর সদর উপজেলায় ভোটগ্রহণ আজ: লড়াইয়ে নৌকা-ধানের শীষ

0
252

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার উপনির্বাচনে আজ ভোটগ্রহণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা ও বিএনপির ধানের শীষের প্রার্থী নূর উন নবী। এ নির্বাচনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ১৩৫টি ওয়ার্ডের ১৭৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬২হাজার ২৯৭ জন।

প্রতিটি কেন্দ্রে নির্বাচনী উপকরণ পৌঁছে গেছে। তবে শুধুমাত্র ব্যালট পেপার পৌঁছাবে আজ সকালে ভোটগ্রহণের পূর্বে।

রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর জানান, সদর উপজেলার উপনির্বাচনে ১৫টি ইউনিয়নে ১৩৫টি ওয়ার্ডে মোট কেন্দ্র ১৭৫টি । এর মধ্যে কচুয়া ও নরেন্দ্রপুর ইউনিয়নের ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই সব কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

সহকারী রিটার্নিং অফিসার আব্দুল রশিদ জানান ১৭৫ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৩১৩ সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২ হাজার ৬২৬ জন পোলিং অফিসার কেন্দ্র পৌঁছে গেছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন সিকদার জানান, ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে ১ হাজার ৫শ পোশাকধারী, ডিবি, সাদা পোশাকে ও ডিএসবি পুলিশ সদস্যরা । এর পাশাপাশি থাকবে ২ হাজার ১শ আনসার সদস্যও তিনটি বিজিবির টিম। সেই সাথে ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভোটের মাঠে থাকবেন বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর জানান, সদর উপজেলার উপনির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ প্রত্যাশা করছি। কোনো রকম ভাবে ভোট কেটে বা জাল ভোট দিয়ে ব্যালট বক্স ভরার সুযোগ নেই।