যশোর সদর উপজেলা উপনির্বাচন : জেলা আ.লীগের ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন

0
400

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা নির্বাচন পরিচালনার জন্য ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা আওয়ামী লীগ। জেলা সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনকে কমিটির আহবায়ক করা হয়েছে। বাকিদের নাম দুইদিন পরেই ঘোষিত হবে। বুধবার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহিউদ্দীন ।

সভায় নৌকা মার্কার বিজয়ের পক্ষে একাট্টা ছিলেন নেতৃবৃন্দ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন সদর উপজেলা নির্বাচনে সকলে মিলে মিশে কাজ করতে হবে। নৌকার বিজয়ের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করতে হবে।

বর্ধিত সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানিয়েছেন ।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর -৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, সহসভাপতি আব্দুল খালেক, অ্যাডভোকেট আলী রায়হান, গোলাম মোস্তফা, হায়দার গণি খান পলাশ, যুগ্মসম্পাদক ও যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড মনিরুল ইসলাম মনির, মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, এসএম আফজাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু প্রমুখ।

এ সভায় থেকে জানানো হয় দড়াটানায় নির্বাচনের প্রধান কার্যালয় করা হবে।