যশোর সদর হাসপাতালে ইমারজেন্সির ছাদের ছিদ্র বন্ধ করতে বালতি থেরাপি

0
1440
যশোর সদর হাসপাতালে বালতি থেরাপি-বেলাল হোসেন বনি

ডি এইচ দিলসান : যশোর সদর হাসপাতালের ইমারজেন্সি বিভাগের ছাদ ছিদ্র হয়ে পানি পড়ছে। যার কারনে শংকিত সাধারন রোগী থেকে ডাক্তারা পর্যন্ত।

যদিও ছাদের ছিদ্র দিয়ে পড়া পানি ঠেকাতে হাসপাতাল কর্তপক্ষ বালতি থেরাপির ব্যবস্থা করেছে।

সোমবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়,  যশোর সদর হাসপাতালের ইমারজেন্সি বিভাগের ছাদ ছিদ্র হয়ে পানি পড়ছে, আর সেই পানি ঠেকাতে তারা ছাদের সাথে বালতি লাগিয়ে রেখেছে।

এ ব্যাপারে ডাঃ আব্দুল্লা আল

মামুন বলেন, হাসপাতালের সব থেকে গুরুত্বপূর্ জায়গা ইমাজেন্সি বিভাগ। আর সেইখানকার ছাদ ছিদ্র হয়ে পড়ছে পানি। সেখানে রুগি আসলে সুস্থ না হয়ে অসুস্থ হয়ে ফিরবেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, বার বার কর্তপক্ষের দৃষ্টি আকর্ন করার পরও কোন কাজ হচ্ছে না, এখন শেষ ভরসা সাংবাদিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here