যশোর হাসপাতালে ঔষধ কোম্পানীর সাত প্রতিনিধিকে জরিমানা ধার্য্য

0
614

বিশেষ প্রতিনিধি : রোববার ১৮ আগষ্ট দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ভিজিটের নামে জনগনের দূর্ভোগ সৃষ্টি করায় বিভিন্ন কোম্পানীর ৭ প্রতিনিধিকে গ্রেফতার পুর্বক ২শ’ টাকা হারে জারিমানা আদায় করেছেন। যশোরের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম এ জরিমানা ধার্য করেন। দন্ডিতপ্রাপ্তরা হচ্ছে, দি একমি কোম্পানীর প্রভাস মন্ডল,নজরুল ইসলাম, জিয়াউর রহমান,ইনসেপটা ফার্মাসিটিক্যালসের খলিলুর রহমান,ওরিয়ন ফার্মাসিটিউক্যালসের আজানুর রহমান,হেলথ কেয়ার ফার্মাসিটিউক্যালসের আমিরুল ইসলাম ও নুরুজ্জামান।
আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, দন্ডিতপ্রাপ্তরা রোববার ১৮ আগষ্ট সকাল থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অবস্থান নিয়ে বর্হিঃ বিভাগের চিকিৎসকদের সাথে সাক্ষাত করে জনগণের র্দূভোগ সৃষ্টি করে ১৮৬০ সালের ২৯০ ধারার অপরাধ করেছে। যার কারনে তাদেরকে জরিমানা ধার্য্য করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here