যশোর হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগী ভর্তি কমতে শুরু করেছে ২৪ ঘন্টায় ভর্তি ৫৭জন

0
295

বিশেষ প্রতিনিধি : যশোর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় এ জেলায় ভর্তি হয়েছে ৫৭ জন রোগী। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে ৬৩জন। সবমিলিয়ে যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২০২ জন।
যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোর জেলায় মোট ১ হাজার ৫শ’ ৫১জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৩শ’ ৪৯জন। এ পর্যন্ত মারা গেছেন ৩জন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, গত কয়েকদিন ধরে রোগী ভর্তি সংখ্যা কমতে শুরু করেছে। ডেঙ্গু রোগীদের জন্য কোন ধরণের সংকট নেই। সেই সাথে সচেতনতামূলক কাজ চলছে। যে কারণে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here