যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শতবর্ষ উৎসব শুরু

0
177

নিজস্ব প্রতিবেদক : যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শতবর্ষ অনুষ্ঠানে নতুন পুরাতন শিক্ষক, কর্মচারি ও হোমিও ডাক্তাদের দুই দিনব্যাপী মিলনমেলা শুরু হয়েছে।

শনিবার (২১ মে) সকাল থেকে এ আয়োজন শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।

র‌্যালীর মাধ্যমে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হয়। তারপর বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধা জানানোর পর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শতবর্ষ উৎসব শুরু হয়।

স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের ডা. দিলীপ কুমার রায়।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্টার কাম সেক্রেটারি ডা. জাহাঙ্গীর আলম।

যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এস এ এম রেজা উর রহিম, সাবেক সভাপতি ডা. নুরুজ্জোহা, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডা. আশিষ শংকর নিয়োগী, সদস্য ডা. আব্দুর রাজ্জাক তালুকদার, সদস্য ডা. শেখ ইফতেখার উদ্দিন, সদস্য ডা. কায়েম উদ্দিন, সদস্য ডা. এস এম মিল্লাত হোসেন, সদস্য ডা. ইসরাফিল হোসেন মুন্সি, ডা.আনিসুর রহমান মিন্টু, হোমিওপ্যাথিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. কামারুজ্জামান ভূঞা।

যশোর সরকারি এম এম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর জিল্লুর বারীর সঞ্চলনায় বক্তব্য রাখেন যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক আহসান হাবিব চৌধুরী শাহিন ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক সদস্য ডা. এ কে এম মহিদুর রহমান।

এরপর বিকালে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ম্যাক্সফেয়ার অ্যান্ড কোম্পানী লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস ডাইরেক্টর শারমিন বিনতে রেজা ও হোমিও ল্যাবরেটরির সিইও শিবাশিস সরকার।

যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিচালনা পরিষদের সদস্য, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আতিকুজ্জামান রনি, যশোর হোমিও ফার্মেসী ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. শামসুল হক, যশোর মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. মফিজ বিন আজিজ ও যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক ওসমানুজ্জামান চৌধুরী সাকিব।

এ সময় অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী ডা. সুরাইয়া আক্তার ও ডা. নাজরানা ফাতেমা রিমি। ওই সময় যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ প্রতিষ্ঠানের শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

দুই দিনব্যাপী এ আয়োজনে প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের ১ হাজার শিক্ষার্থী ও ৬০০ হোমিও ডাক্তার নিবন্ধনের মাধ্যমে অংশ নিচ্ছেন।