যশোর ২৫০ জেনারেল হাসপাতালে যত্রতত্র গাড়ী পার্কিং ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা

0
254

বিশেষ প্রতিনিধি : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যত্রতত্র গাড়ি পার্কিং করায় বিভিন্ন কোম্পানীর ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে যশোর সদর ট্রাফিক পুলিশ। মঙ্গলবার দুুপুর দেড়টায় যশোর ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট নিশিকান্তসহ পুলিশ সদস্যরা বিভিন্ন ঔষধ কোম্পানীর ১৭ টি মোটর সাইকেলের বিরুদ্ধে ১৫৭,১৪০,১৩৭ ধারায় মামলা দেন। উক্ত মোটর সাইকেল ও প্রাইভেটের মালিক হচ্ছে রুবেল হোসেন, মোস্তফা,আরিফুল ইসলাম,ফতে আলী, আমিনুর রহমান,সুব্রত কুমার,নিয়ামত আলী,ফরিদ হোসেন, শ্যামল কুমার,মাহামুদুর রহমান,নূর আলম,রাশিদুল ইসলাম, মনিরুজ্জামান ,আজাদ হোসেন,দেবাশীষ সরকার,তানভির ও রাজু আহম্মেদ। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে মোটর সাইকেল ও গাড়ী রাখার নির্দিষ্ট স্থান থাকা সত্বেও যত্রতত্র গাড়ী রাখায় রোগীরা পড়েন দারুন সমস্যায়। যার কারণে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে মামলা দেওয়ায় রোগীরা স্বস্তি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here