যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে উন্নত ডিজিটাল এক্স-রে মেশিন থাকা সত্বেও কতিপয় চিকিৎসকগন বাইরে থেকে করার নিদের্শ দিচ্ছেন

0
635

কমিশন ভোগী দালালদের বিরুদ্ধে ব্যবস্থা থাকলেও অর্থলোভী চিকিৎসকদের বিরুদ্ধে কে ব্যবস্থা নিবেন

এম আর রকি : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিনসহ অন্যান্য কার্যক্রম চালু থাকলেও কতিপয় অর্থলোভী চিকিৎসকগন কমিশনের আশায় বাইরে থেকে কার্যক্রম সমাপ্ত করার নির্দেশ প্রদানের অভিযোগ উঠেছে। সরকারি অর্থে সন্তুষ্ট না হয়ে কমিশনের আশায় প্রতিদিন অত্র হাসপাতাল থেকে দুই ডজ্জন চিকিৎসক প্রায় শতাধিক রোগীকে হাসপাতালের বাইরে থেকে এক্স-রে,ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে বাধ্য করছে। প্রতিদিন এ ধরনের অভিযোগ উঠলেও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কার্যত কোন পদক্ষেপ গ্রহন করেন না। ফলে সরকারি মেশিন থেকে সরকারের আয় কিছুটা হলেও হ্রাস পাচ্ছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অবস্থান ও খোঁজ নিয়ে জানাগেছে, অত্র হাসপাতালে যে সব চিকিৎসক দায়িত্ব পালন করেন তাদের মধ্যে অধিকাংশ হাসপাতালের সামনে ও আশপাশ দিয়ে গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার গুলির সাথে শেয়ার রয়েছে। শেয়ারের পাশাপাশি রোগী পাঠাতে পারলে আলাদা কমিশন। একজন রোগীর এক্স-রে বাইরে থেকে করতে হলে দালালদের যেমন ৫০% কমিশন দিতে হয়। তেমন যে চিকিৎসক বাইরে থেকে এক্স-রে করার নির্দেশ দিবেন সেই চিকিৎসক দালালের ন্যায় ৫০% কমিশন পাবেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বর্তমানে এক্স-রে মেশিন,ইসিজি,আল্ট্রাসনো মেশিনসহ রক্ত,প্রসাব পরীক্ষা নিরীক্ষা করাতে যে যন্ত্রপাতি দরকার সব সচল রয়েছে। তার পরও সরকারি হাসপাতালে চাকুরী করে সরকারকে লোকসানে ফেলতে নিজের আখের গোছাতে অর্থলোভী চিকিৎসক ডিজিটাল এক্স-রে করার জন্য বাইরে তাদের চুক্তিবদ্ধ বেরসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে পাঠায়। গত দুই দিন পূর্বে অর্থাৎ ২২ ডিসেম্বর মিকাইল (৯) নামে এক শিশু বালকের অভিভাবক তার বুকের সমস্যা জনিত কারণে অত্র হাসপাতালের শিশু বিশেষজ্ঞর স্মরনাপন্ন হন। উক্ত চিকিৎসক রোগীর ধরন বুঝে চিকিৎসা হিসেবে ব্যবস্থাপত্রে বুকে ডিজিটাল এক্স-রে করতে বাইরে নির্দিষ্ট করে মর্ডান ডায়াগনষ্টিক সেন্টারে যাওয়ার পরামর্শ দেন। উক্ত মিকাইল হোসেনে অভিভাবক হাসপাতালের এক্স-রে বিভাগে ভূল করে ঢুকে সিরিয়াল দিয়ে এক্স-রে করার মনস্থির করেন। হঠাৎ তার মনে পড়েন উক্ত চিকিৎসক তাকে বাইরে মর্ডান ডায়াগনষ্টিক সেন্টার থেকে এক্স-রে করাতে বলেছেন। এই বলে হাসপাতালের এক্স-রে বিভাগ থেকে বেরিয়ে পড়েন। সূত্রগুলো বলেছেন,যশোর জেনারেল হাসপাতালে চাকুরী করেও অধিক অর্থলোভী চিকিৎসকগন সরকারি হাসপাতালের সামনে বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলিতে ভর্তিকৃত ও বর্হি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের আত্মীয়স্বজনদের কমিশনের আশায় পাঠাচ্ছে। দালালদের বিরুদ্ধে ইতিপূর্বে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন সর্বক্ষনিক ব্যবস্থা গ্রহন করলেও উক্ত অর্থলোভী চিকিৎসকদের বিরুদ্ধে কে ব্যবস্থা গ্রহন করবেন । এমন প্রশ্ন যশোরে সর্ব মহলের।#