যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে শিশু প্লে-কর্ণার উদ্বোধন

0
355

নিজস্ব প্রতিবেদক : যশোরের মেডিকেল কলেজ হাসপাতালের শিশু প্লে কর্ণার উদ্বোধন করা হয়েছে। ক্যান্সারে মারা যাওয়া যশোর সরকারি এম এম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামালের চার বছরের শিশু সস্তান আব্দুর রহমানের স্বপ্নপূরণে তার পরিবারের পক্ষ থেকে এই প্লে কর্ণারে উপহার হিসেবে বাচ্চাদের খেলনা প্রদান করা হয়।
সোমবার ১৬ নভেম্বর সকালে এ উপলক্ষে ‘এ টোকেন অফ লাভ ফরম আব্দুর রহমান শিরোনামে’ হাসপাতালের শিশু ওয়ার্ডে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেণ যশোর সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সেখ আবুল কওসার। বিশেষ অতিথির বক্তৃতা করেণ সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। স্বাগত বক্তৃতা করেণ ক্যান্সার আক্রান্ত হয়ে দেশ বিদেশে চিকিৎসা নিয়ে মারা যাওয়া শিশু আব্দুর রহমানের পিতা যশোর সরকারি এমএম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার সুদেশ চন্দ্র রক্ষিত, সহকারী অধ্যাপক ডাক্তার মাহাবুবুর রহমান প্রমুখ।