যশোর-৩ আসনে শাহীন চাকলাদারকে মনোনয়ন দিলে নৌকার বিজয় সুনিশ্চিত-কর্মী সভায় বক্তারা

0
1792

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার যশোরের চাচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাগেরহাট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত এক কর্মী সভায় বক্তারা বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তার দৃঢ় মনোবলের কারণে দেশি বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু হচ্ছে। তার কারণেই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বার বার প্রমাণ করেছেন আওয়ামী লীগ জনগণের দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ ঘোষণা করেছেন। তার এই সাহসী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমাদের দেশ হবে উন্নত রাষ্ট্র। এজন্য আসন্ন নির্বাচনে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আগামী নির্বাচনে যশোরের ছয়টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করতে তৃণমূলে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই কর্মী সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম খয়রাত হোসেন।
সভায় বক্তারা আরো বলেন, ‘যেহেতু আগামী নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে যশোরের ছয়টি আসনের নৌকার প্রার্থী আমরা জয়ী করবো। তবে এজন্য রাজপথের নেতাদের মনোনয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন জানাতে হবে। যশোর-৩ আসনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের। তাই আগামী নির্বাচনে যশোর-৩ আসনে শাহীন চাকলাদারকে মনোনয়ন দিলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আমরা মনে করি এই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহীন চাকলাদারকে মনোনয়ন দিবেন।’
কর্মী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মাহামুদুল হাসান বিপু, আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, কাশিমপুরের ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেন, চাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক সজিবুর রহমান, ছাত্রী বিষায়ক সম্পাদক ছাদিয়া মেী, বর্তমান সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক পাঠাগার বিষায়ক সম্পাদক মেজবা উদ্দীন সুমন, মাহামুদ হাসান সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তসলিমুজ্জামান আকাশসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here