যশোর-৪ বাঘার পাড়া ও অভয়নগর উপজেলার আওয়ামীলী,বিএনপি’র একাধিক ও জাতীয় পার্টির দু’জন প্রার্থী

0
2137

এম আর রকি : যশোর জেলার বাঘার পাড়া ও অভয়নগর উপজেলা নিয়ে যশোর-৪ আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা থেকে আওয়ামীলীগের প্রার্থীর ছড়াছড়ি। এই আসনে বিএনপি’র ৪ জনের নাম শোনা গেছে। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী চুড়ান্ত হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী অভয়নগর উপজেলা সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত কর্ণেল সাব্বির আহমেদ প্রার্থী হিসেবে চুড়ান্ত বলে এলাকাবাসীদের মধ্যে জোরালো আলোচনায় উঠে এসেছে।
যশোর জেলার পূর্ব ও উত্তরাঞ্চল নিয়ে সংসদীয় আসন যশোর-৪ গঠিত। জেলার বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে বর্তমানে ৩ লাখ ৫২ হাজার ৯২ জন ভোটার রয়েছেন এই আসনে। বাঘারপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো: কামরুজ্জামান সিকদার জানান,এই উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ১লাখ ৬৩ হাজার ১শ’ ৭৯ জন ভোটার রয়েছেন। অভয়নগর উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ জানান, অভয়নগর উপজেলা ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ১লাখ ৮৮ হাজার ৯শ’ ১৩ জন ভোটার রয়েছেন। বিগত নির্বাচনে দু’ উপজেলার ৩ লাখ ৫২ হাজার ৯২ জন ভোটাধিকার পেয়েছিলেন। দু’টি উপজেলা নিয়ে যশোর-৪ আসন হওয়ায় একাদশ জাতীয় নির্বাচনে দু’টি উপজেলায় আওয়ামীলীগ,বিএনপি ও জাতীয় পার্টি থেকে প্রার্থীদের নাম এলাকার ভোটারদের মধ্যে উচ্চারিত হচ্ছে। এই আসনে আওয়ামীলীগের বর্তমার সংসদ সদস্য বাবু রনজিৎ কুমার রায় ছাড়াও এই আসনে বাঘাপাড়া উপজেলার ৯ নং জামদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল ইসলাম কাজল,অভয়নগর উপজেলা আওয়ামীলীগের নেতা সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল নাম ভোটারদের মধ্যে আলোচনায় উঠে এসেছে। প্রধান বিরোধী দল বিএনপি’র পক্ষে এই আসনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য অভয়নগর উপজেলার বিএনপি’র নেতা মতিয়ার রহমান ফারাজী,কেন্দ্রীয় বিএনপি’র সদস্য বাঘারপাড়া উপজেলা বিএনপি’র নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী (বর্তমানে বিএনপি থেকে বহিস্কৃত),অভয়নগর উপজেলা বিএনপি’র যুবদলের সাবেক সভাপতি মশিয়ার রহমান মশি, জাতীয় পার্টির বাঘারপাড়া উপজেলা থেকে এডভোকেট জহিরুল হক ,অভয়নগর উপজেলা জাতীয় পার্টির নব্য সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত কর্ণেল সাব্বির আহমেদ এবং ওয়ার্কার্স পার্টি থেকে পলিট ব্যুরোর সদস্য যশোর জেলা ওয়ার্কার্স পার্টির নেতা ইকবাল কবির জাহিদ এর নাম ভোটারদের আলোচনায় স্থান পাচ্ছেন। দু’টি উপজেলার ১৭টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার গ্রাম গঞ্জের হাট বাজার এবং চায়ের দোকান গুলিতে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী চুড়ান্ত নিয়ে চলছে নানা জল্পনা ও কল্পনা। প্রধান বিরোধী দল বিএনপি চার দলীয় ঐক্য জোট তথা ২০ দলীয় জোটের মধ্যে আসন ভাগাভাগি হলেও বিএনপি’র প্রার্থী মতিয়ার রহমান ফারাজী,ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব হোসেন,বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান বিএনপি’র বহিস্কৃত নেতা আবু তাহের সিদ্দিকী’র মধ্যে একজনকে চুড়ান্ত করা হবে। আওয়ামীলীগের প্রার্থী বর্তমান এমপি বাবু রনজিৎ কুমার রায়,অভয়নগর উপজেলা আওয়ামীলীগের নেতা সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব এর মধ্যে একজনকে প্রার্থী হিসেবে দেখা যাওয়ার সম্ভবনা রয়েছে বলে ভোটারগন জানিয়েছেন। গোটা দু’টি উপজেলা এলাকায় একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী চুড়ান্তর ব্যাপারে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। নির্বাচনী আমেজ শুরু হয়েছে দু’টি উপজেলার গ্রামের হাট বাজার ও চায়ের দোকান গুলিতে।এখন চুড়ান্ত প্রার্থী কে হচ্ছে এই দু’টি উপজেলার যশোর-৪ আসনে এটি দেখার জন্য প্রত্যাশায় রয়েছেন ভোটারগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here