যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশ

0
314

অনলাইন ডেস্ক : মহামারি করোনার কারণে সারা বিশ্বে বড় পরিবর্তন এসেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অর্থনীতিতে। করোনার হানায় অস্বস্তিতে পড়েছে তথাকথিত বিত্তশালী দেশগুলোও, এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রকে টপকে পৃথিবীর শীর্ষ ধনী দেশ এখন চীন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এখবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, ২০০০ সালে পৃথিবীর সম্পদের পরিমাণ ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫১৪ ট্রিলিয়ন ডলারে। এই বৃদ্ধির এক-তৃতীয়াংশ চীনের দখলে। যেখানে ২০০০ সালে চীনের সম্পদের পরিমাণ ছিল মাত্র সাত ট্রিলিয়ন ডলার, সেখানে ২০২০ সালে তা ১২০ ট্রিলিয়নে ঠেকেছে। এতে বিশ্ব অর্থনীতিতে চীনের প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র পেছনে পড়ে গেছে।

তবে অভাবনীয় মিল রয়েছে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের। উভয় দেশেই দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে মাত্র ১০ শতাংশ ধনী পরিবারের হাতে এবং তাদের অংশ ক্রমেই বাড়ছে।
ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির প্রতিবেদন অনুসারে, বিশ্ব অর্থনীতিতে ছড়ি ঘোরাচ্ছে মূলত রিয়েল এস্টেট বা আবাসন বাণিজ্য। এর প্রভাব পড়ছে গোটা পৃথিবীতে। চীন-যুক্তরাষ্ট্রের মতো শীর্ষ অর্থনীতির দেশেও মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে বাড়ি বা জমির দাম। ফলে সেখানে গৃহহীনের সংখ্যা ক্রমেই বাড়ছে।