যেকোনও পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
348

মনির হোসেন,কুমিল্লা : রবিবার (২১ এপ্রিল) বিকালে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বিকেল সাড়ে চারটায় চান্দিনা থানা কমপ্লেক্সে পৌছুলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কে গার্ড অব অনার প্রদান করে কুমিল্লা জেলা পুলিশের চৌকস একটি দল। পরে তিনি সকলকে নিয়ে থানা ভবনের উদ্বোধন করেন।
এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের কাছে সাংবাদিকরা জানতে চান ¤্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণে বাংলাদেশের খ্রিস্টান কমিউনিটির কোন প্রকার শংকা আছে কিনা বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে। বাংলাদেশের জনগণ এ ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকান্ডে বিশ্বাস করে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এদেশের জনগণ অত্যন্ত ভ্রাতৃপ্রতীম। এটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে কোনও গির্জায়, মসজিদে, মন্দিরে হামলা হোক আমরা কেউ চাই না।
অনুষ্ঠানে কুমিল্লা সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here