‘যৌথ প্রযোজনার চলচ্চিত্র হতে হবে সুস্পষ্ট নীতিমালার ভিত্তিতে’

0
397

জলসা ডেস্ক: সুস্পষ্ট নীতিমালার ভিত্তিতেই দুই দেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র হতে হবে। যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র দেশীয় চলচ্চিত্রের জন্য হুমকি কিনা তা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে শনিবার রাজধানীর তেজগাঁওস্থ এফডিসিতে অনুষ্ঠিত এক ছায়া সংসদে বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোঃ আমজাদ হোসেন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ফারুক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here