যৌথ প্রযোজনার পক্ষে-বিপক্ষে: পর্ব-৩

0
370

জলসা ডেস্ক: বাস্তবিকই ঢাকাই ছবিতে এখন শাকিব-যুগ চলছে। নায়ক হিসেবে জনপ্রিয়তায় তার ধারেকাছে কেউ নেই। সেই শাকিব এখন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবির পক্ষ নিয়েছেন। ঈদের আগে চলচ্চিত্র শিল্পী, নির্মাতাসহ প্রায় সব ধারার কলাকুশলী যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে মাঠে নেমে বিক্ষোভ করে। তাতে যোগ দেননি শাকিব। উল্টো তিনি ছিলেন প্রদর্শক সমিতি, বুকিং এজেন্ট ও জাজ মাল্টিমিডিয়ার ডাকা সংবাদ সম্মেলনে।

সেখানে যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, তাদের উদ্দেশে শাকিব খান বলেন, ‘আন্দোলন করুক আর যাই করুক না কেন, সবাই ব্যক্তিস্বার্থ চরিতার্থ করছে। যারা বলছে আমি যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে আন্দোলন করে এখন যৌথ ছবি করছি তাদের বলতে চাই, আমি হিন্দি-উর্দু ছবির বিরুদ্ধে আন্দোলন করেছি, যৌথ প্রযোজনার বাংলা ছবির বিরুদ্ধে নয়।’

চলচ্চিত্রশিল্পী অমিত হাসানের মন্তব্য হচ্ছে, ‘সরকারি নিয়ম মেনেই যৌথ প্রযোজনার ছবি নির্মিত হচ্ছে। তার পরও কেন এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে বুঝতে পারছি না।’

চিত্রনায়ক ফেরদৌসের ভাষ্য, ‘আমার কাজ অভিনয় করা, যৌথ প্রযোজনা কি না সেটা দেখা সরকারের কাজ। আমি যৌথ প্রযোজনার ছবির পক্ষে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

যৌথ প্রযোজনার ছবির ক্ষেত্রে দেশে এখন শীর্ষ সারির প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এর কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আমরা ধীরে ধীরে কলকাতায় আমাদের শিল্পীদের ঢোকানোর কাজ করছি। আমাদের সিনেমা হল বাঁচাতে হলে বড় বাজেটের সিনেমা বানাতে হবে। যারা ছবি বানাচ্ছে না, হল বানাচ্ছে না, ছবি প্রযোজনা করছে না- তারাই যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে আন্দোলন করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here