রমনা-হাতিরঝিল থানা আওয়ামী লীগের তৃণমূলের কমিটি নিয়ে নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা

0
493

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা সিটি করপোরেশন উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রকৌশলী আলহাজ্ব তৈমুর রেজা খোকন (ডানে) ও রাজধানীর রমনা-হাতিরঝিল থানা আওয়ামী লীগের অতি পরিচিত তৃণমূলের ত্যাগী নেতা নূর মোহাম্মদ (বামে) অন্তরঙ্গভাবে বসে যে পোজ দিয়েছেন তা আজ সচরাচর চোখে পড়ে না। কারণ, বৃহত্তর মগবাজারে আওয়ামী লীগের সর্বত্রই আজ হাইব্রীড নেতাদের জয়জয়কার। হাইব্রীড নেতায় সয়লাব হয়ে গেছে পুরো রমনা-হাতিরঝিল। ফলে তৃণমূলে হতাশা বিরাজ করছে।
জানা যায়, স¤প্রতি রাজধানীর রমনা-হাতিরঝিল থানা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বিএনপিসহ অন্য মতবাদের লোকদের ঠাঁই হয়েছে সবচাইতে বেশি। ফলে বাংলাদেশে সকল আন্দোলনে আওয়ামী লীগের সূতিকাগার হিসেবে পরিচিত বৃহত্তর মগবাজার এলাকার তৃণমূলের নেতাদের মাঝে বিরাজ করছে চরম হতাশা। বিএনপি’র বিতর্কিত মোসাদ্দেক আলী ফালুর নির্বাচনে রমনায় সবচাইতে বড় নির্বাচনী ক্যাম্প বানিয়েছিলেন নয়াটোলার হাজী আবুল কাশেম। বিগত সংসদ নির্বাচনে আসাদুজ্জামান খান কামালের পক্ষেও সব চাইতে বড় নির্বাচনী ক্যাম্প বানিয়েছিলেন তিনি। এই হাজী আবুল কাশেমকে বানানো হয়েছে কমিটি’র সিনিয়র সহ-সভাপতি। মগবাজারে যুবলীগের মিছিলে হামলা করা সুব্রত বাইনের ক্যাডার হিসেবে পরিচিত ছাত্রদল নেতা আনুকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক। ২০০৮ এর সংসদ নির্বাচনে কলস প্রতীকের পক্ষে কাজ করা মগবাজার টিএন্ডটি কলোনীর ইকবাল হোসেন তুহিনকে করা হয়েছে শ্রম বিষয়ক সম্পাদক। এই ধরণের আরও বহু বিএনপি-জামায়াত পন্থীদের পূনর্বাসন করার কারণে বৃহত্তর মগবাজার এলাকায় আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীরা হতাশায় নিমজ্জিত হয়ে নিঃক্রীয় হয়ে গেছে। ফলে রমনা-হাতিরঝিল এলাকায় আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে তৃণমূলের সেই ত্যাগী নেতাদের খুব একটা দেখা যায় না। ২০০৮ এর নির্বাচনের আগে কোনো আন্দোলনেই রাজপথে ভূমিকা ছিল না, জীবনে কখনোই আওয়ামী লীগ করেনি এমন রমনা ও হাতিরঝিল থানার সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. আনয়ারুল কবির আনু, শ্রম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন তুহিনকে রহস্যজনকভাবে নেতৃত্বে আনায় দলের নেতাদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here