রাজগঞ্জের অঞ্চলের বোরোইরি বীজতলা তৈরিতে ব্যস্ত চাষীরা

0
496

উওম চক্তবর্তী : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে অঞ্চলে পুরোদমে চলছে কৃষকদের বোরোইরি আবাদের বীজতলা তৈরির প্রস্তুতি ।
মনিরামপুর উপজেলার ঝাঁপা ও চালুয়াহাটী ইউনিয়নের কৃষকরা বোরো চাষ সামনে রেখে বীজতলা তৈরি ও জমি প্রস্তত করতে ব্যস্ত হয়ে পড়েছে । উপজেলার হানুয়ার গ্রামের কৃষক জামাল দপ্তরী বলেন,এবছর বীজতলা তৈরির জন্য অনুকূল আবহাওয়া থাকায় বীজতলায় তেমন রোগবালাই ও পোঁকা মাকড় নেই । আর কয়েকদিন পরেই পুরোদমে বোরোইরি ধানের চারা রোপণ শুরু হবে । আমন মৌসুমের পরই শুরু হয়েছে এ বোরোইরি মৌসুম । কৃষকদের এখন আর থামার ফুসরত নেই এ অঞ্চলের কৃষকের কাঙ্খিত ফসল বোরোইরি রোপনের জন্য ৷
বিভিন্ন অঞ্চলের মাঠ ঘুরে দেখাগেছে, চলছে বোরোইরি ধানের বীজতলা তৈরি ও পরিচর্যার কাজ । নদীর কিনারা, বিলের ধার, সড়কের পাশে ও বাড়ির আঙিনায় চলছে বীজতলা তৈরির কাজ । অনেক স্থানেই বীজতলায় উকি দিচ্ছে বোরো ধানের চারা । মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ সরকার জানান, চলতি মৌসুমে ঝাঁপা ইউনিয়নে এবছর বোরোইরি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ শ’হেক্টর । এর মধ্যে মিনিকেট, হাইব্রিড ব্রি ২৮,ব্রি ৫০,তেজগোল্ডসহ বিভিন্ন জাতের ধানের চাষ হবে ৷ তিনি আরও বলেন,রোপা আমন ধান চাষে কৃষকেরা দুই বার বন্যার কবলে পড়ে অনেক ক্ষতির শিকার হয়েছেন সে জন্য এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো আবাদের চাষ হবে বলে আশা করছে কৃষি অফিস ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here