রাজগঞ্জের চন্ডিপুর হাইস্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
352

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস : বৃহত্তর যশোর জেলাকে অন্ধত্বমুক্ত করার লক্ষ্যে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর হাইস্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যশোরস্থ মণিরামপুর কল্যাণ সমিতির আয়োজনে রবিবার দিন ব্যাপি এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পে চক্ষু, নাক, কান, গলা, চর্ম, যৌন, হাঁড়, গাইনী, শিশুসহ বিভিন্ন রোগ বিষয়ে এলাকার প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয় এবং চক্ষু অপারেশনের জন্য রোগীদের বাছাই করে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক টিম ছাড়াও যশোরের ১০ সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক প্রতিনিধি দল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এদিন সকালে ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু’র সভাপতিত্বে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, যশোরস্থ মণিরামপুর কল্যাণ সমিতির সভাপতি ডাঃ আব্দুর রউব। এসময় সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন, জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু শাহিন, সঞ্জয় কুমার মল্লিক, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ দীপক কুমার, ক্রীড়া সম্পাদক খবির হোসেন, প্রচার সম্পাদক ফরিদ উদ্দীন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত বাবু, আই টি বিষয়ক সম্পাদক আতাউর রহমান কনি, কোষাধ্যক্ষ রবিন্দ্র নাথ রাহা, ইউনিয়ন প্রতিনিধি মহাসিন কবির, এ এম আজগার আহমেদ, সেলিম রেজা লিটু, উপদেষ্টা গোলাম ফারুক লিটন, ডাঃ হাফিজুর রহমান, সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস, উত্তম চক্রবর্তী প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here