রাজগঞ্জে আমন চাষে বাম্পার ফলন, কৃষক ব্যস্ত ধান গোছাতে

0
657

উত্তম চক্তবর্তী : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় আমন চাষে বাম্পার ফলন হয়েছে । ফসল ঘরে তুলতে দিনরাত মাঠে পরিশ্রম করছে কৃষক । অনুকূল আবহাওয়া, পোকার আক্রমণ ও রোগ বালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও বেশী হয়েছে । কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে । চলতি বছরে কৃষকরা উচ্চ ফলনশীল স্বর্ণা , ব্রিধান-৪৯, হজ্র, বিনাধান-৭ ধান বেশী চাষ করেছে । প্রতিটি জাতের ধানে ফলনের লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে কৃষকরা আশাবাদী । তবে কৃষকের উঠানে এই ধান উঠলে কাঙ্খিত দাম পেলে নবান্নের প্রকৃত আনন্দে মেতে উঠবেন কৃষক এমনটিই আশা করছেন অনেকেই । সরেজমিনে কথা হয়, উপজেলার ঝাঁপা গ্রামের অনেক কৃষকের সাথে । তারা সকলেই চলতি মৌসুমে ধানের ফলনে ব্যাপক খুশি । তারা জানান, প্রতি বিঘা রোপা আমন ধান চাষে বোরো ধান চাষের চেয়ে খরচ অনেক কম । তাছাড়া এবছর আবহাওয়া অনুকূলে থাকায় রাসায়নিক সার কম লেগেছে । পোকার আক্রমণ ও রোগ বালাই অনেক কম । তবে বাজারে ধানের মূল্যে বর্তমান সময়ের মত থাকলে কৃষকদের শত কষ্টের শেষে মুখে হাসি থাকবে । এ ব্যাপারে উপজেলার ঝাঁপা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ সরকার জানান, ফলনে বাম্পার হয়েছে । ফলন আসার সময় ঝড় বৃষ্টি কিছুটা ক্ষতি করেছে । তারপরও অন্য বছরের তুলনায় এবার উৎপাদন বাড়ছে । এদিকে এলাকা ঘুরে দেখা গেছে, আমন ধান ঘরে তোলার জন্য কৃষক দিনরাত মাঠে পরিশ্রম করছে । ধান কাটা, বাঁধা ও বাড়ি নিয়ে কাজে সকল কৃষক-কৃষাণী ব্যস্ত সময় পার করছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here