রাজগঞ্জে জমে উঠেছে কোরবানীর পশুর হাট, ক্রেতাদের উপচে পড়া ভিড়

0
259

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস : রাজগঞ্জ বাজারে ঈদকে সামনে রেখে জমে উঠেছে কোরবানী পশুর হাট, কোরবানীর পশু কেনা-কাটায় ক্রেতাদের উপচে পড়া ভীড় চোখে পড়ার মত। রাজগঞ্জ গরুর হাট ঘুরে দেখা গেছে, যথেষ্ট পরিমানে দেশি গরু বাজারে রয়েছে। এখানে শুধু দেশিয় খামারে পালিত গরু, ছাগল পরিপুর্ণ হয়ে গেছে।
পশুহাটের ক্রেতারা বলেন, অন্য বারের তুলনায় এবার প্রচুর পরিমানের দেশী গরু ছাগল আমদানি হয়েছে। বেচা বিক্রিও অনেক বেশী। রাজগঞ্জে পশুহাটটি অনেক পুরাতন একটি হাট। এটি যশোর সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পশুহাট হিসাবে পরিচিত। তাছাড়া জাল টাকা সনাক্ত করণ মেশিন থাকাসহ বাজারের আইনশৃংখলা পরিস্থিতি ভালো থাকায় দুর-দুরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারগণ আসছে এবং নির্ভয়ে বেচা-কেনা করছে।
সপ্তাহে দুইদিন সোমবার ও বৃহস্পতিবার এখানে হাট বসে। গ্রামগঞ্জের মানুষ শেষ মুহূর্তে কেনা-কাটা করে থাকে। তাই শেষ মুহূর্তে আরো বেশি পশু বিক্রি হওয়া এবং বাজার আরো জমজমাট হওয়ার আশা করছেন। উপজেলার মোবারকপুর থেকে আসা এক গরু ব্যবসায়ী বলেন, বাজারে ভারতীয় গরু না থাকায় দেশি গরু বিক্রি বেড়েছে। বেশি বেশি গরু বিক্রি হওয়ায় আমরা খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here