রাজগঞ্জে ভূমি কমিশনারের নির্দেশে রাস্তা সম্পৃক্ত প্রায় ১লাখ টাকা মূল‍্যের ৮ টি মেহগনি গাছ কর্তনের কালে জব্দ

0
336

উত্তম চক্রবর্তী,মণিরামপুর অফিস: রাজগঞ্জে ইটের রাস্তা সম্পৃক্ত প্রায় ১লাখ টাকা মূল‍্যের ৮ টি মেহগনি গাছ কর্তন কালে উপজেলা ভূমি কমিশনারের নির্দেশে গাছ জব্দ করে মেম্বারের জিম্বায় রেখেছে স্থানীয় ভূমি কর্মকর্তা।
জানা যায়, রবিবার সকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের জোকা কোমলপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন ইটের রাস্তার পাশের বড় বড় ৮ টি মেহগনি গাছ কেটে নিচ্ছে একই গ্রামের আলহাজ্জ মজিদ মাষ্টারের ছেলে আব্দুল গনি। যার আনুমানিক মূল‍্য প্রায় ১লাখ টাকা। গাছ কেটে নেওয়ার সংবাদ পেয়ে উপজেলা ভূমি কমিশনার পলাশ কুমার দেবনাথ তাৎক্ষনিক ঝাঁপা ভূমি কর্মকর্তাকে জানায়। ভুমি কর্মকর্তা দুপুরে ঘটনাস্থলে যেয়ে কেটে ফেলা ও গোড়ার মাটি খুড়া কয়েকটি মেহগনি গাছ জব্দ করে স্থানীয় ইউপি সদস‍্যের জিম্বায় রেখে আসে। এবিষয়ে ভূমি কর্মকর্তা তৈহিদুল ইসলাম বলেন, রাস্তার পাশ থেকে গাছ কেটে নিচ্ছে এমন সংবাদ এলাকা থেকে আমার কাছে আসে। পর পরই এ‍্যাসিল‍্যান্ড স‍্যার আমাকে জানায়। আমি ঘটনা স্থলে যেয়ে গাছ গুলি জব্দ করে স্থানীয় ইউপি সদস‍্য ইউছোপ আলীর জিম্বায় দিয়ে এসেছি। এছাড়া ২/৩টি গাছের কাঠ সেখান থেকে আগেই সরিয়ে ফেলেছে। তিনি আরো বলেন, বর্তমান মণিরামপুরে সরকারী সার্ভেয়ার না থাকায় এই ইউনিয়নের বাইরের একটা ভাল আমিন এনে রাস্তা মাপা হবে। আগামী দুই এক দিনের মধ‍্যে একটা ভাল আমিন আনার দায়িত্ব মেম্বারকে দেওয়া হয়েছে। মাপার পর গাছ সরকারী রাস্তার সীমানায় পড়লে গাছ কর্তনকারীর বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে। মেম্বার ইউছোপ জানান, ইটের রাস্তার পাশের গাছ তাই ভুমি কর্মকর্তা গাছ গুলো আমার জিম্বায় রেখে গেছে। আমিন দিয়ে মাপার পর পরবর্তি ব‍্যবস্থা গ্রহন করবেন তিনি। এবিষয়ে ভুমি কমিশনার পলাশ কুমার দেবনাথ জানান, রাস্তার ধার থেকে গাছ কাটছে সংবাদ পেয়ে স্থানীয় ভুমি কর্মকর্তাকে ব‍্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি। ভুমি কর্মকর্তা গাছ জব্দ করেছে। রাস্তার সীমানা মেপে পরবর্তি ব‍্যবস্থা গ্রহন করা হবে।